ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

জয়ের জন্য বাঘিনীদের সামনে যে সামান্য রানের টার্গেট দিল নেদারল্যান্ডস...

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ২১:২৬:২৩
জয়ের জন্য বাঘিনীদের সামনে যে সামান্য রানের টার্গেট দিল নেদারল্যান্ডস...

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের তারা স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ওপেনার সেইগার্সের উইকেট হারায়। তাকে নাহিদার ক্যাচ বানিয়ে আউট করেছেন সালমা খাতুন।

এরপর ১৫ রান করা কেলিসকে বোল্ড করে আউট করেছেন পান্না ঘোষ। এরপর নেদারল্যান্ডসের ব্যাটারদের আরও চেপে ধরেন টাইগ্রেস বোলাররা।

১৮ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ ১০ উইকেট হারিয়ে ৪২ রান।

বাংলাদেশ নারী দলের স্কোয়াডঃ শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, পান্না ঘোষ, সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা তুুল কুবরা, লিলি রানী, শারমিন সুলতানা।

নেদারল্যান্ডস নারী দলের স্কোয়াডঃ স্টেররে কেলিস, হিদার সেইগার্স (অধিনায়ক), ডেনিস হান্নেমা, রবিন রিজকে, চের ভ্যান স্লব, বাবেট ডি লিডে (উইকেটরক্ষক), লিসা ক্লোকগেইটস, মারিসকা কর্নেট, এস্তার কর্ডার, জোলিয়েন ভ্যান ভ্লাইট, ক্যারোলিন ডি ফাউ, অ্যান্নেমিজন থমসন, জুলিয়েট পোস্ট, সিলভার সেইগার্সর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে