ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১৯:৪৭:০৫
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা

এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।

এদিকে বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগ্রেস ক্রিকেটাররা। সালমা-জাহানারারা ৮ উইকেটের বড় জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে।

বাংলাদেশ নারী দলের স্কোয়াডঃ শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, পান্না ঘোষ, সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা তুুল কুবরা, লিলি রানী, শারমিন সুলতানা।

নেদারল্যান্ডস নারী দলের স্কোয়াডঃ স্টেররে কেলিস, হিদার সেইগার্স (অধিনায়ক), ডেনিস হান্নেমা, রবিন রিজকে, চের ভ্যান স্লব, বাবেট ডি লিডে (উইকেটরক্ষক), লিসা ক্লোকগেইটস, মারিসকা কর্নেট, এস্তার কর্ডার, জোলিয়েন ভ্যান ভ্লাইট, ক্যারোলিন ডি ফাউ, অ্যান্নেমিজন থমসন, জুলিয়েট পোস্ট, সিলভার সেইগার্সর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে