ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বিসিবি কমিটি পদত্যাগের দাবি বোর্ডের সাবেক সভাপতির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১৭:৫৩:০৬
বিসিবি কমিটি পদত্যাগের দাবি বোর্ডের সাবেক সভাপতির

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সাবের হোসেন এমন দাবি করেন। টুইটে সাবের লিখেন,

‘তিন দিনে এক ইনিংস আর ২১৯ রানের ব্যবধানে হার। বিসিবির বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। যথেষ্ট হয়েছে। অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা উচিত। কেন এমন বাজে পারফরম্যান্স হলো, তার তদন্ত করা হোক। যদিও এসবের অংশ হওয়ার আর কোনো ইচ্ছে আমার নেই।’

সাবের হোসেনের এই টুইটে একের পর এক রিটুইট হতে থাকে। সেখানে এক মন্তব্যকারীর প্রশ্নের উত্তরে তিনি এটাও পরিষ্কার করে দেন যে, তিনি কাদের পদত্যাগ চান। সাবের লিখেন,

‘হ্যাঁ, বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) ও তার অঙ্গরঙ্গ বন্ধুদেরই এই দায়ী নিতে হবে এবং পদত্যাগ করতে হবে।’

১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরী। তার অধীনেই ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে