ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ট্রেলারে জমজমাট পাঁচ নায়িকার ‘ক্রিসক্রস’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১৭:৩৭:৪৮
ট্রেলারে জমজমাট পাঁচ নায়িকার ‘ক্রিসক্রস’

তার আগে চোখ জুড়িয়েছে ছবিটির ট্রেলার। গেল শনিবার (৭ জুলাই) প্রকাশ হয়েছে ‘ক্রিসক্রস’র প্রথম অফিসিয়াল ট্রেলার। সেখানে হাজির মেহের চরিত্রে জয়া আহসান, ইরা চরিত্রে মিমি চক্রবর্তী, সুজি চরিত্রে প্রিয়াঙ্কা সরকার, মিস সেন চরিত্রে নুসরাত জাহান, রূপা চরিত্রে সোহিনি সরকার।

ছবিতে পাঁচটি মেয়ের বৈচিত্রময় পাঁচটি জীবনকে তুলে ধরা হয়েছে। একেকজনের জীবন একেকরকম, প্রতিকূলতায় আছে ভিন্নতা। তবে সাফল্যের মন্ত্রে সবাই এক। কোথাও না কোথাও যেনো সবই ‘ক্রিসক্রস’ হয়ে যায়। মিলে যায় বাঁচার সুর। আর সুরের গল্পেরই আভাস দিলো ছবিটির ট্রেলার।

বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’ আগামী ১০ অগাস্ট মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন, ঋদ্ধিমা ঘোষ চক্রবর্তী, গৌরব চক্রবর্তীসহ প্রমুখ।

দেখুন ট্রেইলরটি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে