ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপের ফাইনালে চোখ ঠান্ডা মাথার রাকিতিচের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১৭:৩২:৫২
বিশ্বকাপের ফাইনালে চোখ ঠান্ডা মাথার রাকিতিচের

কিন্তু এবার আর সেমিফাইনালে নিয়ে চিন্তা করতে চান না। সোজা বিশ্বকাপের ফাইনালে চোখ রাখছেন বার্সেলোনার এই তারকা মিডফিল্ডার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।

‘আমরা এখন সেমিফাইনালে, এটা এক কথায় অসাধারণ। কিন্তু সেখানে আমরা থেমে থাকতে চাই না। আমরা অবশ্যই ফাইনালে খেলব। আমরা এখনই ফাইনালে। এমন ঐতিহাসিক সুযোগ আমরা মিস করতে চাচ্ছি না।’

ম্যাচ টাইব্রেকারে গেলেও পুরো ১২০ মিনিট দারুণ খেলছে ক্রোয়েশিয়া। এক পর্যায়ে শেষ দিকে ২-১ ব্যবধানে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে রাশিয়া। রাকিতিচ বলেন, ‘আমরা রাশিয়ার থেকে ভালো খেলেছি। যোগ্য দল হিসেবেই সেমিতে উঠেছি আমরা। আমরাই ম্যাচটিকে কঠিন করে তুলেছিলাম। তারা স্পেনের বিপক্ষে ম্যাচের থেকে এই ম্যাচে অনেক ভালো ফুটবল খেলেছে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছে তারা।’

তবে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে ক্রোয়েশিয়াকে। ‘ইংল্যান্ডের বিপক্ষে আমাদের আরো ভালো খেলতে হবে কারণ আমরা এটা করতে পারি। আমরা নিজেদেরকে সান্ত্বনা দিয়েছি। ইংল্যান্ড অসাধারণ দল। তাদের বিপক্ষে আমাদের সামর্থ্যের থেকেও বেশি কিছু করতে হবে। আমরা জানি, আমরা পারবো।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে