ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বেলজিয়ামের দাম এখন ৫৪ কোটি ৭০ লাখ ইউরো!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১৭:১৮:৫৭
বেলজিয়ামের দাম এখন ৫৪ কোটি ৭০ লাখ ইউরো!

ওই ম্যাচের পর বেলজিয়ামের খেলোয়াড়দের দরের একটি তালিকা পাওয়া গেছে স্পোর্টস বিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমে। তাতে রেড ডেভিলদের পুরো টিমের দর উঠেছে ৫৪৭ মিলিয়ন ইউরো (৫৪ কোটি ৭০ লাখ ইউরো)।

বেলজিয়ামের পক্ষে দ্বিতীয় গোলটি করার পর ডি ব্রুইনের দর উঠেছে সর্বোচ্চ ১৫০ মিলিয়ন ইউরো। ১১০ মিলিয়ন ইউরো নিয়ে দরে দ্বিতীয় স্থানে রয়েছেন এডেন হ্যাজার্ড। শ’ মিলিয়ন ঘরের তালিকায় না থাকলেও ৯০ মিলিয়র ইউরো নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন লুকাকু।

দুর্দান্ত পারফরমের পর গোলরক্ষক থাবিও কুরতোয়ার দর উঠেছে ৬০ মিলিয়ন ইউরো, ৪০ মিলিয়ন ইউরো নিয়ে পরের অবস্থানে রয়েছেন আলদেরওয়ার্ল্দ, ভারতোগেনের দর উঠেছে ৩২ মিলিয়ন ইউরো, উইসেলের দর ১৮ মিলিয়ন ইউরো, মুইনারের দর ১৫ মিলিয়ন ইউরো।

এছাড়া অধিনায়ক ডিফেন্ডার কোম্পানির দর উঠেছে ১০ মিলিয়ন ইউরো, চাদিলের দর ১০ মিলিয়ন ইউরোতে ঠেকেছে। তবে মাঠ দাঁপিয়ে বেড়ানো ফেলাইনির দর উঠেছে মাত্র ১২ মিলিয়ন ইউরো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে