ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

পরিসংখ্যানে মুখোমুখিঃ ফ্রান্স বনাম বেলজিয়াম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১৭:১৬:৪০
পরিসংখ্যানে মুখোমুখিঃ ফ্রান্স বনাম বেলজিয়াম

সেমির পথে ফ্রান্সগ্রুপ পর্বের ৩ ম্যাচের ২ টি তে জয় এবং একটি ড্র নিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া এবং পেরুর সাথে জয়লাভ করলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্ক এর সাথে গোলশূন্য ড্র করে গ্রুপ সি চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।

রাউন্ড অফ সিক্সটিনে মেসির আর্জেন্টিনা কে ৪-৩ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।

কোয়ার্টার ফাইনালে লাতিন পরাশক্তি উরুগুয়েকে ২-০ তে পরাজিত করে সেমি ফাইনালে এসেছে তরুণ ফ্রান্স।

সেমির পথে বেলজিয়ামগ্রুপ জি থেকে পূর্ণ ৯ পয়েন্ট নয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল বেলজিয়াম। পানামা, তিউনিসিয়া কে বিধ্বস্ত করার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড কে ১-০ তে হারায় তারা।

রাউন্ড অফ সিক্সটিনে এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে ৫২ মিনিটের মাথায় ২-০ তে পিছিয়ে থেকেও ৩-২ গোলের কামব্যাক করে কোয়ার্টার নিশ্চিত করেছে বেলজিয়াম।

ইউরোপ এর ডার্ক হর্স বেলজিয়াম কে গোল্ডেন জেনারেশন বলা হচ্ছে এবারে। তার প্রমাণ রেখেছে কোয়ার্টারে ব্রাজিলের বিপক্ষে। লাতিন সম্রাট ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে বেলজিয়াম।ফ্রান্সের উদযাপন

হেড টু হেডএর আগে ফ্রান্স এবং বেলজিয়াম মুখোমুখি হয়েছে মোট ৭৩ বার।

ফ্রান্সের জয়ঃ১৯

বেলজিয়ামের জয়ঃ৩০

ড্রঃ২৪

বিশ্বকাপে মুখোমুখিঃবিশ্বকাপের মূল মঞ্চে দু’দলের দেখা হয়েছে মোট ২ বার। ফ্রান্সের জয় ৩ বিশ্বকাপেই, ৩-১ (১৯৩৮) ৪-২ (১৯৮৬)

ফ্রান্সের বড় জয়ঃফ্রান্স ৬-৩ বেলজিয়াম (১৯৫৬)ফ্রান্স ৫-০ বেলজিয়াম (১৯৮৪, উএফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ)

ফ্রান্স বনাম বেলজিয়াম ফ্যাক্টরঃ১৯৮৬ বিশ্বকাপের পড় এই প্রথম বিশ্বকাপে দেখা হচ্ছে দু দলের। সেই ম্যাচে ফ্রান্স ৪-২ গোলের জয় পায়।

শেষবারের দেখায় ফ্রান্সকে ৪-৩ গোলে হারায় বেলজিয়াম (২০১৫)

২য় বারের মত সেমি ফাইনাল খেলছে বেলজিয়াম। প্রথমবার ১৯৮৬ তে আর্জেন্টিনার কাছে হেরে যায় ।

বেলজিয়ামের বড় জয়ঃবেলজিয়াম ৭-০ ফ্রান্স (১৯০৫, প্রীতি ম্যাচ)বেলজিয়াম ৬-১ ফ্রান্স (১৯৩০, প্রীতি ম্যাচ)

ফ্রান্সের বড় শক্তিঃতরুণ দের উদ্দামতা এবং দলীয় টিমওয়ার্ক আশা জাগাচ্ছে ফ্রান্স কে। এমবাপ্পে, জিরুড আর গ্রিজম্যান এর আক্রমণ আর পগবা, ভারানে, উমতিতি দের সমন্বয় ফেভারিট এর তকমা দিয়েছে ফ্রান্সকে, সাইড বেঞ্চও বেশ শক্তিশালী তাদের।

বেলজিয়ামের শক্তিহ্যাজার্ড – লুকাকুর সমন্বয়ে গঠিত আক্রমণ ভাগ বেলজিয়াম এর বড় শক্তির জায়গা। জাপানের সাথে ২ গোলে পিছিয়ে পড়েও জয় বেলজিয়াম কে দলগত ভাবে আরও বেশি প্রেরণা যোগাচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে