ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

সুয়ারেজকে পিএসজিতে চান নেইমার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১৭:১৪:৫১
সুয়ারেজকে পিএসজিতে চান নেইমার

এই যেমন গুঞ্জন সত্যি করে রোনালদো পাড়ি জমালেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। তবে দীর্ঘদিন ধরে নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন থাকলেও সম্ভবত আগামী মৌসুমেই তা সম্ভব না। অন্তত আরোও এক মৌসুম ফান্সেই কাটাতে হবে রেকর্ড টান্সফার ফি নিয়ে পিএসজিতে পাড়ি জমানো এই ব্রাজিলিয়ানকে।বার্সার সাবেক এমএসএন ত্রয়ী

আরোও এক মৌসুম পিএসজিতে কাটাতে হলে গত মৌসুমের চেয়ে ভালো কাটাতে চান নেইমার। কাভানির সাথে তেতো সম্পর্কের জেরে তাকে আর পিএসজিতে দেখতে চান না নেইমার। তাই সাবেক বার্সা সতীর্থ সুয়ারজকে দলে টানতে চাইছেন নেইমার। মূলত নাম্বার নাইন পজিশনের জন্যই সুয়ারেজকে পিএসজিতে দেখতে চান নেইমার। কিন্তু আগামী মৌসুমের আগে বার্সা সুয়ারেজকে ছাড়বে তে? ছাড়লেও সুয়ারেজ পিএসজিতেই যাবেন তো?

তথ্যসূত্র; স্পের্ট

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে