ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বড় ধরনের বিপদের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১৭:১১:২৫
বড় ধরনের বিপদের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল

তিনি দেশের একটি জাতীয় দৈনিকের দেয়া এক সাক্ষাতকারে সারোয়ার ইমরান বলেন, ‘আমি প্রথম কারণ হিসেবে দেখছি উইকেট। আমি কিন্তু উইকেটকে খারাপ বলতে চাইছি না।

এমন উইকেট যেখানে সবুজ ঘাস আছে, সেখানে খেলে অভ্যস্ত নয় বাংলাদেশ দল। এই উইকেটে ধরে খেলতে হয়। ভেবেছিলাম দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাঁড়াবে। কিন্তু যে অভ্যাসই এখনো গড়ে ওঠেনি সেটি কীভাবে সম্ভব!’

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে বেশ কয়েক জন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। তারাও ব্যর্থ হয়েছেন দৃষ্টি কটুভাবে।

সাবেক এই কোচের মতে, ‘আসলে তামিম, সাকিব, মুশফিক যার কথাই বলেন এমন উইকেটে এরাও তেমন খেলেনি। তবে তাদের অভিজ্ঞতা দিয়ে এই উইকেটে দাঁড়িয়ে থেকে দলের বিপর্যয় সামলাতে পারতো।

আমরা অনেক বেশি মনোযোগী টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট নিয়ে। তাই শট খেলা প্রবণতা দলের সবার মধ্যেই বেশি। যে কারণে কেউ পারেনি এমন পরিস্থিতি থেকে দলকে বের করতে।’

বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ সারোয়ার ইমরান তরুণদের পারফরম্যান্স আশানুরূপ নয় মনে করেন। বাংলাদেশ দলের পাইপলাইন নিয়েও তিনি বলেছেন।

ইমরান বলেন, ‘দেখেন আমাদের সবচেয়ে ভয়ের বিষয় হলো সাকিব, তামিমরা, মুশফিকরা না থাকলে দলের কী হবে? বিকল্প কই। শুধু আন্তর্জাতিক ম্যাচ খেললেই কি উন্নতি হবে? আমাদের পাইপলাইনে নজর দিতে হবে।

আমাদের প্রথম থেকে শুরু করে তৃতীয় বিভাগ- কোনো কিছুই এখন আর সঠিকভাবে চলছে না। যে কারণে পাইপলাইনে ক্রিকেটারই নেই। এমন চলতে থাকলে আমাদের আরো বাজে দিন আসবে- তা বলার অপেক্ষা রাখে না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে