ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

সিরিজ নির্ধারণী ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে ভারত ও ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১৫:০৭:৫৪
সিরিজ নির্ধারণী ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে ভারত ও ইংল্যান্ড

সিরিজের প্রথম দুই টি-টুয়েন্টি একটি করে জিতেছে দু’দল। প্রথম ম্যাচে কুলদ্বীপের দুর্দান্ত বোলিং অও রাহুলের সেঞ্চুরিতে ৮ উইকেটে জয় পায় ভারত। আর দ্বিতীয় ম্যাচে এলেক্স হেলসের ব্যাটিংয় নৈপূণ্যে ৫ উইকেটের জয় পায় ইংল্যান্ড। তাই আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী। যে দল জয়লাভ করবে সিরিজটি তার।

ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড হারতে চাইবেনা সিরিজ। অন্যদিকে বিদেশের মাটিতে নিজেদের শক্তির জানান দিতে আসা ভারতও ছেড়ে কথা বলবেনা তাই লড়াইটা জমবে বেশ।

কোন পরিবর্তন ছাড়াই আজ মাঠে নামার সম্ভাবনা ভারতের। অন্যদিকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে ইংল্যান্ড। জো রুটের জায়গায় দলে আসতে পারেন অলরাউন্ডার বেন স্টোকস।

ভারতীয় একাদশ(সম্ভাব্য) : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়না, বিরাট কোহলি, এমএস ধোনি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডেয়া, কুলদ্বীপ যাদব, যুযভেন্দ্রো চাহাল, উমেশ যাদব, ভুববেশ্বর কুমার।

ইংল্যান্ড একাদশ(সম্ভাব্য) : জেসন রয়, এলেক্স হেলস, জো রুট/বেন স্টোকস, জস বাটলার, ইয়ন মরগ্যান, জনি বেয়ারস্টো, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, জেক বল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে