ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১৫:০৩:৩৭
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ফাইনালের আগে গ্রুপ পর্বে দু’দলই ৩টি করে ম্যাচ জিতেছে। নিজেদের দুই দেখায় দু’দলই জিতেছে একবার করে। নিজেদের প্রথম দেখায় পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় দেখায় অস্ট্রেলিয়াকে ৪৫ রানে হারিয়েছিল পাকিস্তান।

তাই ফাইনালের আগে এগিয়ে রাখা যাচ্ছেনা কোনদলকেই। তবে বর্তমানে টি-টুয়েন্টির এক নম্বর দল পাকিস্তান আর দু’দলের শেষ দেখায় জয় পেয়েছিল পাকিস্তান। তাই কিছুটা হলেও মানসিক দিক থেকে এগিয়ে থাকবে তারা।

ফাইনালে একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দুদল। পাকিস্তানের হয়ে অভিষেক হচ্ছে শাহেবজাদা ফারহানের। হ্যারিস সোহেলের জায়গায় দলে এসেছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়া দলে নিক ম্যাডিনসনের জায়াগায় দলে এসেছেন ডি’আরসি শর্ট।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ, ডি’আরসি শর্ট, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, এলেক্স ক্যারি, মার্কোস স্টইনিস, জ্যাক উইল্ডারমুথ, এশটন অ্যাগার, এন্ড্রু টাই, ঝাই রিচার্ডসন, বিলি স্ট্যানলেক।

পাকিস্তান একাদশ : ফখর জামান, শাহেবজাদা ফারহান, হুসাইন তালাত, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলি, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি, হাসান আলি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে