ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

নীলফামারীতে বিষ হাতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অবস্থান!

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১২:৩৬:৪৬
নীলফামারীতে বিষ হাতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অবস্থান!

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৫ জুলাই) রাতে জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম ছাতনাই গ্রামে। ওই গ্রামের আব্দুস সোবাহানের মেয়ে পশ্চিম ছাতনাই মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাইমুন নাহার ইতি(১৮) এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে নীলফামারী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রেজাউল ইসলামের।

সম্প্রতি সাইমুন নাহার ইতির বাবা অন্য জায়গায় ইতির বিয়ে ঠিক করে। এ খবর জানতে পেরে প্রেম পাগল রেজাউল ইসলাম বিষের বোতল হাতে নিয়ে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে প্রেমিকা সাইমুন নাহার ইতির বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেয়।

ইতির পরিবার বিষয়টি ডিমলা থানায় অবগত করলে রাত ২ টার দিকে পুলিশ রেজাউলকে ডিমলা থানায় নিয়ে আসে। এরপর এক প্রভাবশালী নেতার নেতৃত্বে রেজাউলের পরিবারের লোকজনদের সাথে আলোচনা করে শুক্রবার রেজাউলকে ছেড়ে দেয়া হয়।এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার ব্যাপারে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আমি বর্তমানে ঢাকায় রয়েছি। বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মফিজউদ্দিন শেখ বলেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। কোন পক্ষের অভিযোগ না থাকায় রেজাউলকে ছেড়ে দেয়া হয়েছে।তবে তাদের বিয়ে হবে কি না সেটা জানা যায়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে