ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

দুই একটা জুটিই খেলার দৃশ্য পরিবর্তনের জন্য যথেষ্টঃ নুরুল হাসান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১২:০৮:৪৪
দুই একটা জুটিই খেলার দৃশ্য পরিবর্তনের জন্য যথেষ্টঃ নুরুল হাসান

আর এই জুটি গড়ার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টে এই জুটির অভাবেই দুই ইনিংসের একটিতেই মাথা তুলে দাঁড়াতে পারেনি টাইগাররা। সে কারণে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনেই ৪৩ রানে অলআউট হতে হয় বাংলাদেশ দলকে।

তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা এই ভুল করেননি। গুরুত্বপূর্ণ কিছু জুটি গড়ে তুলতে সক্ষম হয়েছে তারা। ফলে প্রথম ইনিংসে ৪০৬ রান করে টাইগারদের বিশাল চাপের মধ্যে ফেলে দেয় উইন্ডিজ। আর এই চাপ থেকে বের হতে পারেননি তামিম সাকিবরা।

যার ফলে একই দৃশ্য পরিলক্ষিত হয় দ্বিতীয় ইনিংসেও। তবে নুরুল হাসান সোহানের ৬৪ রানের সুবাদে প্রথম ইনিংস থেকে কিছুটা ভালো রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা। তবে যোগ্য সঙ্গীর অভাবে প্রথম থেকে একা খেলে যাওয়া নুরুল হাসান নিজেকে বেশিক্ষণ স্থায়ী করতে পারেননি।

আর সেই আক্ষেপের কথাই জানিয়েছেন নুরুল হাসান। জুটি গড়ে তুলতে ব্যর্থ হওয়ার ফলেই এমন দুর্দশায় পড়তে হয় বাংলাদেশ দলকে। এই ভুল যেন পরবর্তীতে না হয় এ দিকটা নিশ্চিত করতে দলের ব্যাটসম্যানদের নজর দিতে বলেছেন দেশের এই উদীয়মান ক্রিকেটার। তার ভাষায়,

'প্রথম ম্যাচে করা ভুলগুলোর পুনরাবৃত্তি যেন পরবর্তীতে না হয় এটা আমাদের ব্যাটসম্যানদের নিশ্চিত করতে হবে। আমি মনে করি একটি অথবা দুটি জুটিই খেলার দৃশ্য বদলে দেয়ার জন্য যথেষ্ট। তাই আমাদের মূল লক্ষ্য থাকবে যত সম্ভব জুটি গড়া যায়।'

এছাড়া উইন্ডিজ কন্ডিশন এবং উইকেট নিয়েও কথা বলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার মতে সেখানে বল অতিরিক্ত বাউন্স খেলেও সেগুলো খেলা অসম্ভব নয়। সুতরাং তার প্রত্যাশা আগামী ম্যাচে দলের ব্যাটসম্যানরা এই দিকগুলো খেয়াল রেখে ভালো পারফর্ম করতে সক্ষম হবে। এ প্রসঙ্গে তার বক্তব্য,

'সেখানে কিছু ডেলিভারিতে অতিরিক্ত বাউন্স দেখা যায় যা সচরাচর হয় না কিন্তু এই বলগুলো খেলা অসম্ভব কিছু নয়। আমাদের মাঝের সময়টুকুতে বেশ কিছু জুটি গড়ে তুলতে হবে। এটা আমাদের প্রথম টেস্টের হতাশা থেকে বের হতে সাহায্য করবে।'

জানিয়ে রাখা ভালো, চলতি মাসের ১২ তারিখ ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে কিংস্টনে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের হতাশা ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে টাইগাররা এমনটাই প্রত্যাশা থাকবে সবার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে