ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

রোনালদোর ক্লাব বদলের দায় নিতে নারাজ পেরেজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১১:৫৭:১২
রোনালদোর ক্লাব বদলের দায় নিতে নারাজ পেরেজ

জুভেন্টাসে চলে যাচ্ছেন রোনালদো। শুরুতে গুঞ্জন থাকলেও এখন এটাই বাস্তব হওয়ার পথে। মূল্যটাও সবার জানা, ১০০ মিলিয়ন ইউরো। পর্তুগিজ মহাতারকার জন্য নাকি দামি ভিলাও ঠিক করে রেখেছেন জুভেন্টাস সভাপতি।

রিয়ালের সোনার ডিম পাড়া হাঁস রোনালদো। একটা সময় চ্যাম্পিয়ন্স লিগ জিততে ভুলে যাওয়া লস ব্লাঙ্কোসদের একবার নয়, দুবার নয়; চারবার ইউরোপ সেরা করেছেন সিআর সেভেন। যার মধ্যে আছে ২০১৫-১৬ মৌসুম থেকে টানা তিনবার!

বেতন-ভাতা মনমতো না হওয়ায় রিয়াল ছাড়ার সিদ্ধান্ত রোনালদোর একান্ত নিজেরই। সেই বিদায়টা যেন পেছনের দরজা দিয়ে না হয়ে গর্বের সঙ্গে মাথা উঁচু করেই হয়, সেটারই সুযোগ খোলা রাখতে চাইছে রিয়াল।

চার বছর আগে এমন সুযোগ পেয়েছিলেন রিয়াল ও স্প্যানিশদের সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো। বায়ার্ন মিউনিখে যাওয়ার আগে রিয়াল ও ভক্তদের জাবি বলেছিলেন, ‘ক্লাব আমাকে ছাড়তে চায় না। তবে শেষপর্যন্ত তাদের বিদায়টা মানতেই হয়েছে। আমার বিদায়ে যে তাদের কোনো হাত ছিল না সেটা ক্লাব ভালো করেই জানে।’

ঠিক এই সুযোগটাই পাচ্ছেন রোনালদো। যে ক্লাবকে ৯টি বছর নিজের সর্বোচ্চটা দিয়ে এসেছেন, সেখান থেকে মাথা নিচু করে চলে আসতে নিশ্চয় চান না পাঁচবারের বিশ্বসেরা তারকা। রিয়ালও চায় না তেমন কিছু হোক। তাতে রোনালদোর সম্মানও বাঁচে, সঙ্গে পেরেজের কাঁধও!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে