ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের এমন পারফরমেন্সে আমি হতাশ : লয়েড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১১:৫৫:২১
বাংলাদেশের এমন পারফরমেন্সে আমি হতাশ : লয়েড

২০০৯ সালের সফরে বাংলাদেশ টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজকে। সেবার যদিও প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই খেলতে নেমেছিল ক্যারিবিয়ানরা, লয়েডের মনে তবু গেঁথে আছে সেই সফরই। সর্বকালের সেরা অধিনায়কদের একজন বলে বিবেচিত সাবেক এই ব্যাটসম্যান এবারও বাংলাদেশের কাছে আশা করেছিলেন দারুণ কিছু।

“আমি সত্যিই বিস্মিত যে আমরা যতটা প্রত্যাশা করেছিলাম, তত ভালো খেলতে পারেনি বাংলাদেশ। গতবার ওরা যখন এখানে এসেছিল, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। খুব ভালো খেলেছিল। জানি না…(এবার কেন এমন হলো)।”

“এবার অবশ্য ওয়েস্ট ইন্ডিজের দারুণ কিছু ক্রিকেটার আছে। আমি আশা করি, ভবিষতে ওরা আরও প্রস্ফুটিত হবে।”

লয়েড উচ্ছ্বসিত অ্যান্টিগার সেঞ্চুরিয়ান ক্রেইগ ব্র্যাথওয়েট ও ম্যাচ সেরা কেমার রোচকে নিয়ে।

“ওরা দুজনই বেশ অনেক দিন থেকে খেলছে। খুব ভালো খেলেছে। বিশেষ করে রোচ। জানি না তাকে কতদিন পাওয়া যাবে। তবে এখন সে অসাধারণ পারফর্ম করছে।”

বাংলাদেশ এবার দুটি ওয়ানডে খেলবে লয়েডের দ্বীপ গায়ানায়। তবে তার আগে শেষ টেস্ট জ্যামাইকায় শুরু হবে আগামী বৃহস্পতিবার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে