ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ফটিকছড়িতে বিপুল অস্ত্রসহ একই পরিবারের চারজন আটক

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১১:২৪:৩১
ফটিকছড়িতে বিপুল অস্ত্রসহ একই পরিবারের চারজন আটক

শনিবার (৭ জুলাই) ফটিকছড়ির পৌরসভার মুনাফখিল এলাকার মোহাম্মদ শফির বাড়িতে এ অভিযান চালানো হয়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিজন কুমার বড়ুয়া অস্ত্র উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- মুনাফখিল এলাকার বাসিন্দা মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ এমদাদ (২৮), মেয়ে সাকি (১৯), স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) ও আমান উল্লাহর স্ত্রী মনোয়ার বেগম (৩৪)।

অভিযানে একটি পিস্তল, চারটি এলজি, ৬ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, ছয়টি মোবাইল উদ্ধার করা হয়।

বিজন কুমার বড়ুয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চারটি দেশীয় বন্দুক, একটি পিস্তলসহ গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরও জানতে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে