ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ফাইনালে না পৌঁছানো হবে চরম লজ্জার : ক্রোয়েশিয়া কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১১:১৫:১৫
ফাইনালে না পৌঁছানো হবে চরম লজ্জার : ক্রোয়েশিয়া কোচ

শনিবার রাতে স্বাগতিক রাশিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারের টিকিট পায় ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে যেকোন মূল্যে ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানান ক্রোয়েশিয়ান কোচ।

তিনি বলেন, ‘ফাইনালে পৌঁছতে না পারাটা চরম লজ্জার একটি ব্যাপার হবে। ছেলেরা যেভাবে মাঠে লড়েছে, নিজেদের সেরাটা দিয়ে জয় এনেছে সেজন্য তাদের অভিনন্দন জানাই। এই জয়ে আমরা গর্বিত। একইসাথে রাশিয়াকেও কড়া প্রতিদ্বন্দ্বিতার জন্যে অভিনন্দন জানাই।’

প্রথমার্ধে রাশিয়ানদের সাথে পেরে উঠতে পারছিল না তার দল, এমনটা জানান দালিচ। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মাধ্যমে নিজেদের প্রাপ্য জয়টা পেয়েছেন বলে মনে করেন ক্রোয়েশিয়ার কোচ।

তিনি বলেন, ‘তারা (রাশিয়া) খুবই আক্রমণাত্মক খেলছিল। প্রথমার্ধে তারা দারুণ লড়েছে এবং আমাদের পরিকল্পনামাফিক খেলতে দেয়নি। তবে দ্বিতীয়ার্ধে আমরা ঘুরে দাঁড়াই এবং নিজেদের প্রাপ্য জয় ছিনিয়ে নেই।’

এসময় তিনি আরও বলেন, ‘আমরা এখানেই থেমে যেতে চাইনা। আমরা আরও দুইটি ম্যাচ খেলতে চাই। আমরা খুবই উজ্জ্বীবিত আছি। মস্কোর ফাইনালে পৌঁছতে না পারলে তা লজ্জার বিষয় হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে