ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

জীবনের সবচেয়ে বেদনার মুহূর্তে নেইমার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৮ ১০:৫৭:২৭
জীবনের সবচেয়ে বেদনার মুহূর্তে নেইমার

বেলজিয়ামের কাছে হারের পর নিজের ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলার লিখেছেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে বেদনার মুহূর্ত। ব্যথাটা অনেক বড়, কারণ আমরা জানতাম, আমরা পারবো। আমাদের ইতিহাস সৃষ্টির সুযোগ ছিল। কিন্তু তা হয়নি।’

রাশিয়ার বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। অথচ সবচেয়ে বড় ফেভারিট হিসাবে বিশ্বকাপে গিয়েছিল তিতে বাহিনী। তবে ধীরে ধীরে নিজেদের মেলেও ধরছিল দলটি। নেইমারও ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। যদিও মাঠে পড়ে যাওয়ার অভিনয় করে সমান তালে সমালোচিতও হচ্ছিলেন। কিন্তু শেষ আট থেকে দলের বিদায়ে হৃদয় ভেঙে গেছে অমিত প্রতিভাবান এই ফুটবলারের, ‘এখন ফুটবল খেলা চালিয়ে যাওয়ার শক্তি ফিরে পাওয়াই কঠিন হবে।’

সেই সাথে এই দুঃসময়ে ঈশ্বরের প্রতি অগাধ আস্থা রাখছেন ব্রাজিলিয়ান এই পোস্টার বয়। তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত, যেকোনো কিছু মোকাবেলা করার পর্যাপ্ত শক্তি ঈশ্বর আমাকে দেবেন। এ কারণে ঈশ্বরের কথা আমি কখনও ভুলি না। এমনকি হেরে গেলেও না।’

বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিল। নান্দনিক ফুটবলের জন্য বিখ্যাত দলটির অংশ হতে পেরে আনন্দিত নেইমার আরো লিখেছেন, ‘আমি ব্রাজিলের মতো একটি দলের অংশ হতে পেরে আনন্দিত। এবং আমি সবার জন্য গর্বিত।’

সূত্র : মার্কা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে