ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

টেস্ট র‌্যাংকিংয়ে এগিয়ে মিরাজের উন্নতি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ২৩:১৯:২৭
টেস্ট র‌্যাংকিংয়ে এগিয়ে মিরাজের উন্নতি

সিরিজ শুরুর আগে ৩৮ নম্বরে থাকা মিরাজ এগিয়েছেন এক ধাপ। উইন্ডিজদের বিপক্ষে ৩৪ ওভার বল করে ছয় মেডেন আর ১০১ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। এর সাথে সাথে বাংলাদেশের হ্যে টেস্টে সবচেয়ে দ্রুত ৫০ উইকেট নেয়ার কৃতিত্ব স্পর্শ করেন মেহেদি হাসান মিরাজ।

দ্রুততম বাংলাদেশি হিসেবে দুর্লভ কীর্তি গড়ার দিন মোহাম্মদ রফিক, মাশরাফি মুর্তজা, শাহাদাত হোসেন, সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর ষষ্ঠ বাংলাদেশি হিসেবে ৫০ টেস্ট উইকেটের স্বাদও পেলেন তিনি। ৫০ উইকেট শিকারি বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে কম বয়সী ও একমাত্র ডানহাতি অফ-ব্রেক বোলার হিসেবে এই মাইলফলক অর্জন করেছেন ২০-বছর-বয়সী এই স্পিনার।

অলরাউন্দার র‍্যাংকিং এ সবার উপরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ৩৯৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রবীন্দ্র জাদেজা। তিন, চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে ফিলান্ডার আশ্বিন ও স্টোকস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে