ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

সুইডেনকে বিশাল অংকের জরিমানা করল ফিফা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ২৩:১৫:২১
সুইডেনকে বিশাল অংকের জরিমানা করল ফিফা

ফিফার প্রকাশিত তথ্য অনুযায়ী, বেশ কয়েকবার সতর্ক করা সত্ত্বেও দলের জার্সিতে ব্যবসায়িক পণ্যের প্রচারণা চালানোয় সুইডেন দলকে ৭০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ লক্ষ ৭৫ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

অনুমোদন না নিয়ে বিপণন কার্যক্রম চালানো ফিফার মিডিয়া সংক্রান্ত নীতিমালার পরিপন্থী। তথাপি বেহস কয়েকবার সুইডেনকে এই বিষয়ে সতর্কও করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফলে শেষ পর্যন্ত আর্থিক জরিমানার মুখে পড়তে হলো সুইডিশ দলকে।

অভিযোগের বিষয়ে দ্বিমত পোষণ না করে বরং দোষ স্বীকার করে নিয়েছে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্স জানানো হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই জার্সি এবং মোজা থেকে পণ্যের প্রচারণামূলক বিজ্ঞাপন সরিয়ে নেবে।

আর আর্থিক জরিমানার বিষয়টি আইনজীবীর মাধ্যমে দেখার সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে