ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

জয়ের দ্বার প্রান্তে দাড়িয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ২২:১০:০৭
জয়ের দ্বার প্রান্তে দাড়িয়ে বাংলাদেশ

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট তুলে নিলেন সালমা খাতুন। এর পরের ওভারেই মেডেনসহ আরও একটি উইকেট তুলে নেন জাহানারা আলম। দলীয় ২৩ রানের মাথায় পাপুয়া নিউগিনির তৃতীয় উইকেট তুলে নেন পান্না ঘোষ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছে পাপুয়া নিউগিনি নারী ক্রিকেট দল।

জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভার ১ উইকেটে ৪১ রান করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

গ্রুপ পর্বে বাংলাদেশের আরো দুটি ম্যাচে নেদারল্যান্ড এবং আমেরিকার সাথে। নেদারল্যান্ডের সাথে ৮ জুন এবং আমেরিকার সাথে খেলবে ১০ জুন। বাংলাদেশের এই তিনটি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। মূলত ফাইনালের দুটি দলই জায়গা করে নেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

তবে বর্তমানে দারুণ ফর্মে থাকা বাংলাদেশ ইতিমধ্যেই এশিয়া কাপ জয়ের পর আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ এ সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ। এছাড়াও গতকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের কে ৯ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে