ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

আবারো গোল করে ব্যাবধান বাড়ালো ইংল্যান্ড (লাইভ দেখুন)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ২১:১৯:২৮
আবারো গোল করে ব্যাবধান বাড়ালো ইংল্যান্ড (লাইভ দেখুন)

খেলায় যে দলই জিতুক না কেন তারা দেশকে বহুকাল পর এনে দেবে শেষ চারে খেলার যোগ্যতা অর্জনের তৃপ্তি। ইংল্যান্ড ও সুইডেন শেষবার বিশ্বকাপের সেমিতে খেলেছে তাও তো প্রায় দুই যুগ আগের ঘটনা। এই ম্যাচের জয়ী দল দিনের পরের কোয়ার্টারে মুখোমুখি রাশিয়া-ক্রোয়েশিয়ার খেলার জয়ীদের সাথে সেমি ফাইনালে খেলবে।

ইংলিশরা শেষ ষোলর একাদেশ কোনো পরিবর্তন আনেনি। তবে সুইডেন লারসন ও ক্রাফথকে একাদশে এনেছে সভেনসন ও লাস্টিগের জায়গায়।

সুইডেন শেষবার বিশ্বকাপের সেমি ফাইনালে খেলেছে ১৯৯৪ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে। সেবার তারা তৃতীয় স্থান নিয়ে শেষ করেছিল আসর। আর ১৯৬৬ এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড শেষবার ফিফা বিশ্বকাপের সেমি ফাইনালে খেলেছে ১৯৯০ ইতালি বিশ্বকাপে। চতুর্থ হয়েছিল সেবার ইংলিশরা। সুতরাং, বোঝাই যাচ্ছে কি এক জীবন-মরণ লড়াই দুই দলেরই জন্য, সাথে নতুন ইতিহাস লেখার প্রেরণা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৫ মিনিট শেষে খেলার ফলাফল ইংল্যান্ড ২ - সুইডেন ০ ।

ইংলিশরা কোয়ার্টার ফাইনালে উঠেছে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে। আর সুইডিশরা শেষ ষোলতে জিতেছে সুইজারেল্যান্ডের বিপক্ষে। এই দুই দল ইতিহাসে ২৩বার একে অন্যের মুখোমুখি হয়েছে। সমান সাতটি করে জয় দুই দলের, ড্র ৯টিতে। ১৯২৩ সালে স্টকহোমে প্রথম তারা মুখোমুখি হয়েছিল প্রথমবারের মতো। ইংল্যান্ড জিতেছিল ৪-২ গোলে। শেষবার ২০১২ সালের ১৪ নভেম্বর সুইডেন ও ইংল্যান্ডের দেখা হয়েছিল। সেবার ৪-২ গোলে জিতেছিল সুইডিশরা। জ্লাতান ইব্রাহিমোভিচ ওই ম্যাচের একটি গোলের জন্য ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছিলেন।

খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে