ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

শুরুতেই উইকেট তুলে নিলেন সালমা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ২১:১৫:০৩
শুরুতেই উইকেট তুলে নিলেন সালমা

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাপুয়া নিউগিনির মেয়েদের। তারা জাহানার আলমের প্রথম ওভার থেকে তুলতে পারেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই নিউগিনির ওপেনার সিবোনা জিমিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন সালমা খাতুন।

২.৩ ওভার শেষে পাপুয়া নিউগিনির সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২ রান।

পাপুয়া নিউগিনি নারী দল (স্কোয়াড): সিবোনা জিমি, কফি জন, ব্রেন্ডা টাউ, পাউকে সাইকা, তানয়া রুমা, কাইয়া আরুয়া, হেলেন বুরুকা, ভিকি আরা, রাভিনা ওয়া, নাতাশা আমবো, মায়ারি টম, ভেরু ফ্রাঙ্ক, নাওয়ানি ভে্রা, ইসাবেল টুয়া।

বাংলাদেশ নারী দল (স্কোয়াড): নিগার সুলতানা, ফারজানা হক, শামীম সুলতানা (উইকেটরক্ষক), সালমা খাতুন (অধিনায়ক), শারমিন সুলতানা, সঞ্জিদা ইসলাম, রুমানা আহমেদ, খাদীজা তুুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রানী, জাহানারা আলম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে