ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই ‘নিভে গেল ১১ বাংলাদেশির প্রাণ’

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ১৮:৪৬:১৮
সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই ‘নিভে গেল ১১ বাংলাদেশির প্রাণ’

একাধিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাত টার দিকে মিনিবাসে কাজে যাচ্ছিলেন বাংলাদেশিরা। বাসটির চাকায় সমস্যা দেখা দিলে তা পাশের সড়কে ছিটকে পড়ে। পাশেই একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাত লাগলে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ বাংলাদেশির নিহত হয়েছেন। আরো ৭ বাংলাদেশির আহত হওয়ার তথ্য জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই মিনিবাসে সব মিলিয়ে ১৮ জন যাত্রী ছিলেন। গাড়িটির চালক ছিলেন একজন পাকিস্তানি।

এ প্রসঙ্গে জেদ্দা কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল (কাউন্সেলর-লেবার উইং) মো. আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমাদের কনস্যুলেটের কর্মকর্তারা সৌদির ট্রাফিক বিভাগে গেছেন। কয়েকজনের হতাহতের খবর মিলেছে, কিন্তু সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঘটনার খোঁজ-খবর নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে