ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

হেলস না স্টোকস কাকে ছেড়ে কাকে খেলাবে ইংল্যান্ড!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ১৭:৫৬:৩১
হেলস না স্টোকস কাকে ছেড়ে কাকে খেলাবে ইংল্যান্ড!

এদিকে সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য ইংলিশ দলে অলরাউন্ডার বেন স্টোকসকের আগমন নিয়ে চলছে গুঞ্জন। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।

বর্তমানে ইংল্যান্ড দল যথেষ্টই পরিপূর্ণ। সুতরাং এ ম্যাচের জন্য স্কোয়াড পরিবর্তনের কথা এখনই ভাবছে না ইংলিশ অধিনায়ক। এ প্রসঙ্গে মরগান বলেন,

'পরের ম্যাচের জন্য তাকে (স্টোকস) স্কোয়াডে রাখা হয়েছে। সে খুবই চমৎকার একজন ক্রিকেটার এবং এই মুহূর্তে তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া খুবই কঠিন। আমরা পূর্বেও এমন অনেককে দলে ডাক দিয়েছি এবং শক্তিশালী একাদশ তৈরির স্বার্থেই আমরা এমন ডাক দিয়ে থাকি।'

ভারতের বিপক্ষে ইংলিশদের জয়ের নায়ক ছিলেন অ্যালেক্স হেলস। ৪১ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে এনে দিয়েছিলেন অসাধারণ জয়। আর হেলসের এই ইনিংসটিকে পরিপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছেন অধিনায়ক নিজেই।

একইসাথে হেলসের অভিজ্ঞতার প্রশংসাও করেন মরগান। পাশাপাশি দলের বর্তমান অবস্থা নিয়েও সন্তুষ্ট তিনি। তাঁর মতে গত ম্যাচের তুলনায় এ ম্যাচে ভালো খেলেছে তার দল। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,

'অ্যালেক্স সব সময়ই টি টুয়েন্টি ফরম্যাটে ভালো খেলে থাকে। সে দলের হয়ে অনেক টি টুয়েন্টি খেলেছে এবং সে এই ফরম্যাটে অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। এমন একটি ইনিংস যা পরবর্তী ম্যাচের জন্য তাকে একটি শক্তিশালী অবস্থানে রেখেছে।

সে সত্যিই খুব চমৎকার ক্রিকেট খেলেছে। আন্তর্জাতিক টি টুয়েন্টি সহ বিশ্বের বিভিন্ন দেশে সে টি টুয়েন্টি খেলে থাকে। গত ম্যাচের ইনিংসটি খুবই পরিপূর্ণ ছিল। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডএর তুলনায় এখানে আমরা অনেক ভালো খেলেছি এবং পরিকল্পনার বাইরেও আমরা অনেক কিছু করেছি। আমরা যে শটগুলো খেলেছি সেগুলো খুবই নিখুঁত ছিল।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে