ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

তবুও সন্তুষ্ট নন হোল্ডার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ১৭:৫৫:২৫
তবুও সন্তুষ্ট নন হোল্ডার

ক্যারিবিয়ান বোলারদের বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র ৪৩ রানে আর দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ড তারা যোগ করেছিল ১৪৩ রান।

আর দুই ইনিংসেই উইন্ডজদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন শ্যানন গ্যাব্রিয়েল এবং কিমার রোচ। দুই ইনিংসে দুইজন আলাদা করে নিয়েছেন ৫টি করে উইকেট।

আর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দলের বোলারদের প্রশংসায় ভাসান উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার। সংবাদ সম্মেলনে এসে বোলারদের প্রশংসা করার পাশাপাশি ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটের সেঞ্চুরি নিয়েও কথা বলেন তিনি।

তবে দলের কাছ থেকে আরও বেশী পারফর্মেন্স চান তিনি। এক কথায় বলতে গেলে ক্রিকেটারদের পারফর্মেন্স পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি তাকে। হোল্ডার জানান,

'শুরুর দিকে গ্যাব্রিয়েল এবং কিমার রোচের দুর্দান্ত বোলিংই আমাদের ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সাহায্য করেছে। তারা দুজন ওদের উপর চাপ সৃষ্টি করেছে বিদায় আমি পরে এসে উইকেট নিতে পেরেছি। আর মিগুয়েল কামিন্স প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছে।

আর প্রথম দিনের শুরুতে তাদেরকে অল আউট করে দেয়ার কারণে ক্রেইগ ব্রাথওয়েটের জন্য সুযোগ তৈরি হয়েছে। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছে সে, মনে হয় এটা তার সপ্তম টেস্ট শতক। বাকি ব্যাটসম্যানরাও তাকে সাহায্য করেছে।

আর মিডেল অর্ডারে সবাই ব্যাট করার সুযোগ পেয়েছে, যেটা দলের জন্য খুব ভালো হয়েছে। শুধু চেজ রান করতে পারেনি, আশা করছি জ্যামাইকা টেস্টে তার ব্যাটে রান দেখতে পারবো। '

এদিকে হোল্ডার আরও মনে করেন, তাদের দলটা বর্তমানে একটা ব্যালেন্স দল। তবে লেগ স্পিনার দেবেন্দ্র বিশু অ্যান্টিগায় নিজেলে মেলে ধরতে পারেননি। তাই জ্যামাইকা টেস্টে এই লেগ স্পিনারের কাছ থেকে ভালো কিছু চান উইন্ডিজ অধিনায়ক। হোল্ডার আরও জানান,

'আমাদের দলটা এখন খুব ব্যালেন্স। দেবেন্দ্র বিশুর কাছ থেকে যতটা আশা করেছিলাম ততটা সে ওইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। আশা করছি সে জ্যামাইকাতে আরও ভালো করবে। আর জ্যামাইকা টেস্টের একাদশ কেমন হবে প্রস্তুতি ম্যাচ শেষেই সিদ্ধান্ত নেব। '

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে