ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

নিন্দা-সমালোচনা সইতে প্রস্তুত ব্রাজিলিয়ানরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ১৭:৩২:২৭
নিন্দা-সমালোচনা সইতে প্রস্তুত ব্রাজিলিয়ানরা

অবধারিতভাবেই ভক্ত-সমর্থক থেকে শুরু করে নিন্দুকদের সমালোচনার তীরে বিদ্ধ হবে ব্রাজিল ফুটবল দল। এসব সমালোচনার কথা মাথায় রেখে সবকিছু সয়ে নিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপ্পে কৌতিনহো।

ম্যাচ শেষে ব্রাজিলিয়াস সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কৌতিনহো বলেন, ‘আমরা ফাইনাল খেলতে চেয়েছিলাম। নিজেদের সেরাটাই ঢেলে দিয়েছি। প্রত্যেকে নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু হয়নি। আমি জানি এখন চারিদিক থেকে সমালোচনার ঝড় বইবে। এটাই ফুটবল। জীবন চলতেই থাকবে। আপনি হারবেন বা জিতবেন। আপনাকে মেনে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দুঃখিত কারণ আমরা খুব করে জিততে চেয়েছিলাম। ব্রাজিলের সব মানুষের জন্য জিততে চেয়েছিলাম। কিন্তু আমরা পারিনি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে