ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

জাহ্নবীর প্রেমে পড়ে একী অবস্থা অভিনেতার?

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ১৭:০২:২৫
জাহ্নবীর প্রেমে পড়ে একী অবস্থা অভিনেতার?

যা জেন ওয়াইয়ের কাছে সেরা প্রেমের গান হয়ে উঠেছে। প্রথমবার প্রেমে পড়লে বোধহয় এমনই অবস্থা হয় সকলের। প্রথম প্রথম প্রেমের অনুভূতির মতো স্পেশাল আর কিছু হয় না।

ছবিতে মধুরের চরিত্রে ইশান এবং পার্থবীর চরিত্রে জাহ্নবী। গানটির প্রতিটি দৃশ্যে মধুরের প্রথম প্রেমের অনুভূতির প্রকাশ পেয়েছে। পার্থবীকে দেখলে তার হাত পা অবশ হয়ে যায়। পার্থবীর ভালবাসা ধীরে ধীরে তাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে। যেখানে ঠিক-বেঠিকের কোনও জ্ঞান নেই। অন্যদিকে পার্থবী তার সাহসী চরিত্র থেকে একটুও নড়েনি। মধুরের হাল দেখে যতই ঠাট্টা করুক না কেন, মধুরের সামনে নিজেকে যতই কঠোর দেখাক না কেন। মনে মনে সে কিন্তু বেশ খুশি।

মধুর-পার্থবীর প্রেমের কাহিনীতে ধরা দিয়েছে জাহ্নবী-ইশানের রসায়ন। লাজুক মধুকরের মুখ থেকে ‘আই লাভ ইউ’ বের করাতে মাত্র এক সেকেন্ড লাগল পার্থবীর। ডাকাবুকো মেয়ে যাকে বলে, তার থেকেও চরম পার্থবী কাউকে ভয় করে চলে না সে। মধুরও অবশ্য বেশ সাহসী। ‘ধড়ক’ এর ট্রেলার মুক্তি পেতেই বলিউড ইতিমধ্যেই পেয়ে গেছে দুই তাবড় স্টারকিড(তারকা সন্তান)। অধিকাংশ দর্শকদের ছবির ট্রেলারে মন ছুঁয়ে গেছে জাহ্নবী-ইশানের অভিনয়। ইশানের অভিনয় দর্শকরা আগেই মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ এ দেখছেন। তবুও জাহ্নবী এবং ইশান, দু’জনের দিকেই সমানভাবে নজর রয়েছে সিনেমা প্রেমীদের। ট্রেলারের কমেন্ট সেকশনে জাহ্নবীর সম্বন্ধে কেবল একটা কথাই ভরে উঠছিল। শ্রীদেবীর পুনর্জন্ম।

ছবির ট্রেলারে সারপ্রাইজ প্যাকেজের মতো ধরা দিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। চোখের চাউনি, কথা বলার ধরণ সবটা দেখেই দর্শকের মনে হবে জাহ্নবী যেন বহুদিন ধরে অভিনয় জগত আছেন। প্রথম ক্যামেরার সামনে অভিনয় করছেন, হালকা জড়তা তো থাকবেই। জাহ্নবীকে দেখে সেরকম বোঝার কোনও অবকাশই নেই। তার চোখও যেন কথা বলছে প্রতিটি দৃশ্যে। অভিনয়ের ময়দানে তিনি যে লম্বা রেসের ঘোড়া তা কিন্তু বেশ বুঝিয়ে দিয়েছেন মিস কাপুর।

ছবিতে ভিলেনের ভূমিকায় আশুতোষ রানা। তার চরিত্রটি মোড় ঘোড়াবে চিত্রনাট্যের। মধুর-পার্থবীর পথে কাঁটা হয়ে সেই দাঁড়াবে। যা পুরোপুরি বদলে দেবে তাদের জীবন। ছবির পরিচালক শশাঙ্ক খইতান। সঙ্গীত পরিচালক অজয় এবং অতুল। এ বছর ২০ জুলাই মু্ক্তি পেতে চলেছে ছবিটি।

ভিডিও...

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে