ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

শাকিবের ‘মাস্ক’ এখন ‘নেকাব’, মুক্তি আগস্টে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ১৭:০১:১২
শাকিবের ‘মাস্ক’ এখন ‘নেকাব’, মুক্তি আগস্টে

নতুন নামের খবরটি জানিয়েছে স্থানীয় পত্রিকা এই সময়। আরো জানানো হয়, ‘নেকাব’ মুক্তি পাবে আগস্টে অর্থাৎ ঈদুল আজহার মৌসুমে।

কলকাতার আরেক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসকে মুভিজের সঙ্গে টানা চারটি সিনেমা করলেও এসভিএফের সঙ্গে এটাই হতে যাচ্ছে শাকিবের প্রথম কাজ।

‘নেকাব’ পরিচালনা করছেন রাজীব বিশ্বাস। শাকিবের বিপরীতে আছেন টলিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি।

এই সময় জানায়, ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। যিনি কিনা মৃত মানুষদের সঙ্গে দেখা করতে পারেন। শুধু তাই নয় সরাসরি কথাও বলতে পারেন। যখন শাকিব ভূতের সঙ্গে দেখা করতে যান ভূত তারই অবয়ব ধারণ করে। অর্থাৎ শাকিবের মতোই দেখতে হয়ে যায় ভূত।

এছাড়া ছবিতে জোড়া খুনের অভিযুক্ত হিসেবে দেখা যাবে শাকিবকে। পরে ইন্সপেক্টর জাহাঙ্গীর (সুদীপ মুখোপাধ্যায়) কেসটির তদন্ত শুরু করেন। তিনি কি রহস্য উম্মোচন করতে পারবেন? ভূতেরা কি শাকিবকে সাহায্য করবে? এ নিয়ে টানটান উত্তেজনার সিনেমা ‘নেকাব’।

ঈদুল ফিতরে কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব অভিনীত ‘ভাইজান এলো রে’। শিগগিরই আমদানিকৃত সিনেমা হিসেবে বাংলাদেশেও মুক্তি পাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে