ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

নেইমারের এমন পারফরম্যান্স আশা করেননি মুনিয়েরও   

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ১৬:৫৬:৩২
নেইমারের এমন পারফরম্যান্স আশা করেননি মুনিয়েরও   

ফার্নান্দিনহোর আত্মঘাতী গোল ও কেভিন ডি ব্রুইনের গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে একটি গোল পরিশোধ করেন রেনাতো অগাস্তো। মুনিয়ের খেলেছেন রাইট উইং ব্যাক পজিশনে। সরাসরি নেইমারের বিপরীতে। দুজনে আবার খেলেন একই ক্লাব পিএসজিতে।

ম্যাচ শেষে মুনিয়ের নেইমারকে নিয়ে বলেন, ‘আমি এটি প্রত্যাশা করিনি। আমি আরো কঠিন কিছু আশা করেছিলাম। কিন্তু আমরা দলগতভাবে সংঘবদ্ধ ছিলাম।’

নিজেদের ডিফেন্স নিয়ে মুনিয়ের বলেন, ‘আমি সব সময় মারুয়ানে ফেলাইনি ও টবি অ্যালডারউইয়ারল্ডের কাছ থেকে সাহায্য পেয়েছি। আমরা সব সময় তার (নেইমার) উপর নজর রেখেছি। কুতিনহোর উপর ও মার্সেলোর উপরও। এবং আমরা সত্যিই কাজগুলো দারুণভাবে শেষ করতে করেছি। রক্ষণভাগে নিজেদের কাজের জন্য আমি মনে করি আমরা নিজেদেরকে নিজেরা অভিনন্দন জানাতে পারি।’

১৯৮৬ বিশ্বকাপের পর এবারই প্রথম সেমি ফাইনালে উঠল বেলজিয়াম। ফাইনালে ওঠার পথে যাদের প্রতিপক্ষ ফ্রান্স। মুনিয়ের অবশ্য সেই ম্যাচ খেলতে পারবেন না টানা দুই ম্যাচ হলুদ কার্ড দেখায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে