ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

এমন বিশ্বকাপ কেউ দেখেনি আগে!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ১২:৩৪:৩২
এমন বিশ্বকাপ কেউ দেখেনি আগে!

রোমাঞ্চকর এই বিশ্বকাপের শেষ ষোলোতেও দেখা গেছে নাটকীয়তা। দারুণ খেলেও যেখান থেকে বিদায় নিয়েছে ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেন। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে বর্তমান বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসির আর্জেন্টিনা আর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও।

শুক্রবার মেসি-রোনালদোর পথে হেটেছে নেইমার-কোটিনহোদের ব্রাজিলও। বেলজিয়ামের কাছে হেরে ২০১৮ বিশ্বকাপের শেষ আট থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের বিদায়ের পর নতুন এক ইতিহাস রচনা করল রাশিয়া বিশ্বকাপ। সেমিফাইনালের আগেই ফুটবলের সবচেয়ে বড় আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানি। বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে এবারই প্রথম সেমিফাইনালে খেলছে না ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানির কেউ!

১৯৩০ সাল থেকে শুরু হয়েছিল বিশ্বকাপ। এরপর থেকে টুর্নামেন্টের সবগুলো আসরের সেমিফাইনালেই খেলেছে জার্মানি, আর্জেন্টিনা অথাবা ব্রাজিল। কিন্তু এবারই প্রথম টুর্নামেন্টের শেষ চারে এই তিন দলের কাউকেই পাচ্ছে না রাশিয়া বিশ্বকাপ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে