ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

গুহায় আটকে পড়া কিশোরদের বিশ্বকাপের ফাইনাল দেখার আমন্ত্রণ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ১২:৩৩:৩৪
গুহায় আটকে পড়া কিশোরদের বিশ্বকাপের ফাইনাল দেখার আমন্ত্রণ

১২ কিশোর ও ২৫ বছর বয়সী কোচকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। অবশ্য বন্যা পরিস্থিতির উন্নতি না হলে তাদের উদ্ধার করতে চার মাসেরও বেশি লেগে যেতে পারে বলে মনে করছে উদ্ধারকারী দলটি। তবে থাই নেভি সিলের দল জোর প্রচেষ্টা চালাচ্ছে, যাতে দ্রুতই আটকে থাকা কিশোর ফুটবলারদের উদ্ধার করা যায়।

আর সেটা যেন ১৫ জুলাই রাশিয়া বিশ্বকাপ ফাইনালের আগেই হয়, সেই কামনা করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ক্ষুদে ফুটবলার ও তাদের পরিবারকে সাহস যোগাতে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ফিফা সভাপতি।

ওই চিঠিতে ইনফান্তিনো জানিয়েছেন, ফাইনালের আগেই যদি উদ্ধার করা সম্ভব হয় ও ফুটবলারদের স্বাস্থ্য ভ্রমণের উপযোগী থাকে, তাহলে যেন বিশ্বকাপের ফাইনাল দেখতে মস্কোতে পাঠিয়ে দেওয়া হয় তাদের। যেখানে বিশেষ অতিথি হয়েই বিশ্বকাপের ফাইনাল উপভোগ করবে কিশোর ফুটবলাররা।

চিঠিতে লেখা ছিল, ‘কিছুদিনের মধ্যে ওরা বাড়ির লোকজনের কাছে ফিরে যাবে। তারপর ওদের শরীরের অবস্থার উপর সব কিছু নির্ভর করছে। যদি শারীরিক দিক থেকে ওরা ফিট থাকে তা হলে মস্কোয় বিশ্বকাপ ফাইনালে ওদের আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ওরা ফিফার অতিথি হিসাবে উপস্থিত থাকবে। আশা করব ওদের আমরা সেদিন গ্যালারিতে দেখতে পাব। ১৫ জুলাই ফুটবলের মহোত্সব। আমরা চাই, ওরা সেটা সামনে থেকে দেখুক।’

চলতি সপ্তাহেই উদ্ধারকারী দল গুহায় আটকে থাকা বাচ্চাদের কাছে পৌঁছেছে। কিন্তু প্রতিকূল পরিস্থিতির জন্য ওদের সেখান থেকে এখনো উদ্ধার করা যায়নি। উদ্ধাকারী দলের সদস্যরা জানিয়েছেন, এখনো বাচ্চাদের গায়ে জার্সি রয়েছে। তারা বাড়ি ফেরার জন্য উতলা হয়ে উঠলেও মানসিক দিক থেকে শান্তই রয়েছে।

গত ২৩ জুন, শনিবার থাইল্যান্ডের পার্বত্য এলাকার থাম লং নাং নন গুহায় ১২ জন খুদে ফুটবলার ও তাদের কোচ আটকে পড়েছিলেন। ৯ দিন নিখোঁজ থাকার পর গত ২ জুলাই, সোমবার দলটিকে খুঁজে পায় ব্রিটিশ উদ্ধারকারী ডুবুরিদের একটি দল। তারা দেখতে পায়, ১৩ জনের ফুটবল দলটি সেই গুহার মধ্যে একটি কার্নিশের মতো শুকনো খাঁজে বসে আছে।

সূত্র: এবিসি নিউজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে