ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

‘সুযোগগুলো ছিল নিষ্ঠুর, এটা মেনে নেওয়া খুবই কঠিন’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ১২:৩২:৪৩
‘সুযোগগুলো ছিল নিষ্ঠুর, এটা মেনে নেওয়া খুবই কঠিন’

এ নিয়ে চারবার ইউরোপের কোনো দলের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল ব্রাজিলের। হয়তো ভাগ্য বিধাতাই চায়নি ব্রাজিলের জয়! অবশ্য কোচ তিতে, জানিয়েছেন তিনি ভাগ্যে বিশ্বাস করেন না। তার মতে, নেইমার-জেসুস-উইলিয়ান-কোটিনহোরা অনেক সুযোগ পেয়েছে গোল করার। কিন্তু সময়মতো গোল করে তারা খেলায় ফিরতে পারেনি।

সংবাদ সম্মেলনে তিতের ভাষ্য, ‘ফুটবলটা সবসময়ই এলোমেলো। কিন্তু আমি কখনোই ভাগ্যে বিশ্বাস করি না। এটা যখন আপনার পক্ষে যাবে তখন আপনি শান্তভাবেই দেখবেন। বলতে পারেন কর্তোয়া অনেক ভাগ্যবান। কিন্তু আমি বলব না। কারণ সে প্রচুর পরিশ্রম করেছে। তাই সে পেরেছে।

এলোমেলো অবস্থা, দুর্ঘটনা এসবই ফুটবলে ঘটে। আজকেও এমন কিছুই ঘটেছে। এটা বলতে কষ্ট হচ্ছে। কিন্তু এটা বলে বেলজিয়ামকে ছোট করছি না। বেলজিয়াম দুর্দান্ত দল। কিন্তু আমাদের সুযোগগুলো ছিল নিষ্ঠুর। এটা খুবই কঠিন, এটা মেনে নেওয়া খুবই কঠিন।’

ব্রাজিল গোলে শট নিয়েছে মোট ২৬টি, যার ৯টিই ছিল লক্ষ্যমুখী। পক্ষান্তরে বেলজিয়াম মোট ৮টি শট নিলেও লক্ষ্যমুখী ছিল এবং এর দুটিই গোল হয়েছে। যার ফলে ম্যাচের দুই-তৃতীয়াংশ সময় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেও সেমিফাইনালের টিকেট কাটা হয়নি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচ শেষে বেলজিয়ামকে প্রশংসায় ভাসাতে ভোলেননি তিতে, ‘ম্যাচের প্রায় দুই-তৃতীয়াংশ সময়ই আমরা নিয়ন্ত্রণ ধরে রেখেছিলাম। এটা দুর্দান্ত একটি ম্যাচ ছিল। দুই দলই কৌশলগত খেলা উপহার দিয়েছে। তবে বেলজিয়াম তাদের সুযোগগুলোকে গোলে পরিণত করেছে।’

সূত্র: ইএসপিএন এফসি/মালায় মেইল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে