ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

হেরেও নেইমারের প্রসংশায় পঞ্চমুখ তিতে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ১২:৩১:২৫
হেরেও নেইমারের প্রসংশায় পঞ্চমুখ তিতে

ইনজুরি থেকে ফিরেই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে নেইমার ফিরেছিল পুরোপুুরি ছন্দে। তবে নেইমার এতো দ্রুত সময়ে ছন্দে ফেরাতে বিবর্তন হিসেবে দেখছেন তিতে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নেইমারের সেরা ছন্দে ফেরাটা বিশাল বিবর্তনের মতো মনে হয়েছে আমার।

মেক্সিকোর বিপক্ষে নেইমার যখন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় তখন আমি তার সঙ্গে কথা বলেছিলাম। আমি তাকে বলেছিলাম নেইমার, তুমি শতভাগ সুস্থ হয়ে গেছ। তোমার মন যখন কোনো কিছু চায় তখন শরীরও সেই অনুযায়ীই চলে। গতি, ড্রিভলিং ও আক্রমণে তুমি ভালো করেছে।’

এতো কম সময়ে নেইমারের পুরোপুরি ছন্দে ফিরে অবাক ও হয়েছে এই সেলেসাও কোচ। নেইমারের গতি নিয়েও প্রশংসা করেন তিনি। বলেন, ‘এতো কম সময়ে নেইমারের ফর্মে ফিরে আসা অভাবনীয় ছিল। শারীরিকভাবেও সে খুব প্রতিভাধর। সে অনেক গতিময়।

বল পায়ে যে ক্ষিপ্র গতিতে এগিয়ে গেছে সে তা এই বিশ্বকাপে আর কেউ পারেনি।’

দীর্ঘ তিন মাস ইনজুরিতে থাকার পর নেইমারের এমন ছন্দে ফেরাটা ব্রাজিল দলের জন্য ছিল আশীর্বাদ স্বরূপ। তবে বেলজিয়ামের বিপক্ষে খুব একটা কার্যকর না হলেও শিষ্যের এমন অভাবনীয় পারফরম্যান্স তাই সুনাম কুড়িয়েছে তিতের।

সূত্র: গোল.কম

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে