ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

অহংকার করা ডিফেন্সেই ডুবলো ব্রাজিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৭ ১০:৪৪:৫৮
অহংকার করা ডিফেন্সেই ডুবলো ব্রাজিল

তবে ডিফেন্সেের সেই ভুল ম্যাচের শেষ পর্যন্তও চুকাতে পারেননি নেইমার, কৌতিনহোরা। ২-১ গোলে হরে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে সেলেকাওদের।

১-০ তে পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া ব্রাজিলের মাথায় চাপের পাহাড় তুলে দেন ডি ব্রুইনে। ৩১ মিনিটে রোমেলু লুকাকুর কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে করা বুলেট গতির শটে একেবারেই অসহায় ছিলেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন।

৩৫ মিনিটে পোস্টের মধ্যে আনমার্ক জেসুস সহজ হেড বাইরে পাঠিয়ে দেন। পরের মিনিটে পর পর দু’টি দুর্দান্ত সেভ করে ব্রাজিলকে হতাশ করেন বেলজিয়াম গোলরক্ষক থিবাউট কৌরটোইস।

৭৩ মিনিটে পাওলিনহোর বদলি হিসেবে নামেন রেনেটো অগাস্টো। তিন মিনিট পরে দারুণ গোলে ব্যবধান কমান। কৌতিনহোর ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান। তাতে আর ঘা সারলো কই। পুরো ম্যাচে একদিকে যেমন হ্যাজার্ডের কাউন্টার অ্যাটাক অনদিকে নেইমার, কৌতিনহো, কস্তাদের মিসাইলের মুহুর্মুহু শট রুখে দিয়ে প্রথম শিরোপার রেসে আরও এক ধাপ এগিয়ে নিলেন গোলরক্ষক কৌরটোইস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে