ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সোহান ও রাহীর খেলা নিয়ে যা বললেন টাইগার কাপ্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ২৩:৩৭:৩৫
সোহান ও রাহীর খেলা নিয়ে যা বললেন টাইগার কাপ্তান

কেমার রোচ, মিগুয়েল কামিন্সের তান্ডবে প্রথম ইনিংসে যখন ৪৩ রানে অলআউট হয়েছিলো বাংলাদেশ তখনও অনেকে আশা করেছিলেন অন্তত দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে তারা। কিন্তু কিসের কি! ক্যারিবিয়ানদের ৪০৬ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেও একই অবস্থা সাকিবদের।

ইনজুরিতে পরে রোচ ছিলেন না বটে তবে তার কাজটি ঠিকই করে দিয়েছেন আরেক পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ৭৭ রানে ৫ উইকেট তুলে নিয়ে অনেকটা একাই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধ্বস নামিয়েছেন তিনি। পাশাপাশি ৩০ রানে ৩ উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক জ্যাসন হোল্ডার।

এই লজ্জাজনক হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব জানিয়েছেন ম্যাচটিতে একেবারেই নিজেদের নিয়ন্ত্রণ ছিলো না তাদের। বরং প্রতিটি ডিপার্টমেন্টেই পরাস্ত হয়েছেন তারা। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেছেন,

'এই হার আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। আমাদের অনেক দিকেই কাজ করতে হবে। তিন বিভাগেই তারা আমাদের পরাস্ত করেছে।

আগামী পাঁচদিন পুরোদমে নিজেদের প্রস্তুত করতে হবে দ্বিতীয় টেস্টের জন্য। আর কন্ডিশনের সাথেও মানিয়ে নেয়াটাও কঠিন ছিল আমাদের জন্য। এমন কন্ডিশনে খেলে অভস্ত না আমরা। '

এদিকে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই দুর্দান্ত ব্যাটিং করেছেন উইকেট রক্ষক নুরুল হাসান সোহান। এছাড়াও অভিষিক্ত আবু জায়দ রাহীকেও প্রশংসায় ভাসান এই টাইগার কাপ্তান। সাকিব আরও বলেন,

'সোহানের ইনিংসে আমরা সবাই মুগ্ধ, দারুণ খেলেছে সে। এছাড়াও রাহীও খুব ভালো বোলিং করেছে। তার প্রথম ম্যাচ ছিল তারপরও সে তার সেরাটাই দিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক কাজে আসবে সে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে