ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

কল্পনাও করিনি বাংলাদেশ ৪৩ রানে গুটিয়ে যাবেঃ হোল্ডার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ২৩:৩৫:৩৮
কল্পনাও করিনি বাংলাদেশ ৪৩ রানে গুটিয়ে যাবেঃ হোল্ডার

ইনিংস ব্যবধানে হারার এই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে অল আউট হয়েছে টাইগাররা। যা টেস্ট ইতিহাসের বাংলাদেশ দলের সর্বনিন্ম দলীয় স্কোর।

নতুন কোচের অধীনে সিরিজের প্রথম টেস্টে নিজেদেরকে মেলে ধরতে পারেনি বাংলাদেশ দল। নুরুল হাসান সোহান ছাড়া আর কোন ব্যাটসম্যানই উইন্ডিজ ব্যাটসম্যানদের সামনে দাঁড়াতে পারেনি।

তাই সব মিলিয়ে বাংলাদেশের পারফর্মেন্সে হতাশ সকলেই। এদিকে উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার জানিয়েছেন, তিনি ভাবতেও পারেন নি বাংলাদেশ ৪৩ রানে অল আউট হয়ে যাবে।

তবে সিরিজ ভালো ভাবে শুরু করায় দারুণ খুশি এই দলপতি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইন্ডিজ দলপতি এসব নিয়েই কথা বলেছেন। সেখানে তিনি জানান,

'সিরিজটা জয় দিয়ে শুরু হওয়ায় ভালো লাগছে। তবে আমি আশা করিনি বাংলাদেশ ৪৩ রানে গুটিয়ে যাবে। কিমার রোচ দুর্দান্ত বোলিং করেছে। আর দুই ইনিংসে দলের বোলাররা নো-বল থেকেও দূরে ছিল।

দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু করেছিলাম আমরা। পেসাররা দারুণ বোলিং করেছে। এই পারফর্মেন্স ধরে রাখতে চাই। আর নিজের পারফর্মেন্সেও সন্তুষ্ট আমি।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে