ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

১০ মিনিট শেষে উরুগুয়ে বনাম ফ্রান্স খেলার ফলাফল (লাইভ দেখুন)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ২০:০৬:৪১
১০ মিনিট শেষে উরুগুয়ে বনাম ফ্রান্স খেলার ফলাফল (লাইভ দেখুন)

কিন্তু এবারের দুটি দলেই শুরু থেকে শেষ পর্যন্ত তারকার ছড়াছড়ি। লড়াইটা খুব জমে ওঠার কথা। বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টায় শুরু হয়েছে দিনের দুই কোয়ার্টার ফাইনালের প্রথমটি। রাত ১২টায় কাজানে ব্রাজিল ও বেলজিয়াম লড়বে সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে। দুই ম্যাচের বিজয়ীরা মুখোমুখি হবে সেমিতে।

চোটের কারণে অবশ্য মহাতারকা এদিনসন কাভানিকে ছাড়াই উরুগুয়েকে একাদশ নামাতে হয়েছে। তার জায়গা নিয়েছেন ক্রিস্তিয়ান সুতানি। সুয়ারেজের সাথে আক্রমণে তাই স্তুয়ানি। ওদিকে ফরাসিদের আক্রমণভাগ সাজানো আঁতোয়া গ্রিজমান, অলিভার গিরুদ ও কিলিয়ান এমবাপেকে নিয়ে। ইনজুরির সমস্যা না থাকলেও সাসপেনশনের কারণে এই ম্যাচে ফরাসি মিডফিল্ডার ব্লাইসে মাতুইদি খেলতে পারছেন না।

শেষ ষোলর ম্যাচে দুরন্ত উরুগুয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আর লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে শেষ আটে ফ্রান্স।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ মিনিট শেষে খেলার ফলাফল উরুগুয়ে ০ - ফ্রান্স ০ ।

উরুগুয়ে একাদশ : মুসলেরা, কাকেরেস, গিমিনেজ, গোদিন, লাক্সাত, নান্দেজ, তরেইরা, ভেকিনো, বেনতানকার, সুয়ারেজ, স্তুয়ানি।

ফ্রান্স একাদশ : লরিস, পাভার্ড, ভারানে, উমিতি, লুকাস, পগবা, পগবা, কান্তে, এমবাপে, লোতিন, গ্রিজমান, তলিসো, গিরুদ।

খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে