ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

কেন লুইসের চেয়ে মার্সেলো বেশি পছন্দ তিতের?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ১৭:২৩:১৩
কেন লুইসের চেয়ে মার্সেলো বেশি পছন্দ তিতের?

গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের মিনিট দশেক পর ব্যাথা পেয়ে মাঠ ছেড়েছিলেন মার্সেলো। বাকি সময় তার জায়গায় দুর্দান্ত খেলেছিলেন লুইস। এমনকি দ্বিতীয় পর্বে মেক্সিকোর বিরুদ্ধেও। মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের আগের বিকেলে দলের সঙ্গে পুরো অনুশীলন করেছিলেন মার্সেলো; কিন্তু তিতে তাকে খেলালনি। কেন খেলাননি, তা আগের সন্ধ্যায় সংবাদ সম্মেলনেই জানিয়ে দিয়েছিলেন। তিতে আসলে মার্সেলোকে খেলানোর কোন ঝুঁকিই নিতে চাননি।

বিশ্বকাপ কাভার করতে রাশিয়া আসা ফার্নান্দো নামের ব্রাজিলের সিনিয়র এক সাংবাদিকের নেইমারদের কোচের সঙ্গে বেশ ওঠা-বসা। তিতে কেন লুইসের চেয়ে মার্সেলোকে বেশি পছন্দ করেন, তার কারণটা বেশ ভালোভাবেই ব্যাখ্যা করলেন ফার্নান্দো। ‘আসলে লুইস দুর্দান্ত এক ডিফেন্ডার। মার্সেলোও তাই। পার্থক্য হলো- মার্সেলো যখন মাঠে থাকেন, তখন আক্রমণের শক্তিটা বেড়ে যায় ব্রাজিলের। বল নিয়ে ওভার ল্যাপিং করায় জুড়ি নেই তার। ডিফেন্স আর মাঝমাঠের সেতুবন্ধনটা দুর্দান্তভাবেই করে দিতে পারেন মার্সেলো।’

আর লুইস? ‘সে পুরোদস্তর ডিফেন্ডার। তার মনযোগটা বেশি থাকে রক্ষণেই। সেও মাঝেমধ্যে আক্রমণে সহায়তা করে। তবে তা মার্সেলোর মতো নয়। যে কারণে, তিতের বেশি পছন্দ মার্সেলোকে। সে তো টু ইন ওয়ান’-ব্যাখ্যা ওই ব্রাজিলিয়ান সাংবাদিকের।

আজ কাজান এরেনায় বেলজিয়ামের বিপক্ষে মার্সেলোকে রেখেই একাদশ সাজাচ্ছেন তিতে। বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তা তিনি খোলাসা করেই জানিয়ে দিয়েছেন। মার্সেলোর উপর তিতের আস্থা অনেক। বেলজিয়ামের দুর্দান্ত তিন ফরোয়ার্ড লুকাকু, হ্যাজার্ড ও মিচি বাতসুইদের রুখে আবার সামনে নেইমারদের বল জোগান দিতে পারবেন তিনি।

ব্রাজিলের রক্ষণদেয়াল কিছুটা নড়বড়ে ইনজুরি ধাক্কায়। দানি আলভেজ তো বিশ্বকাপের আগেই ছিটকে পড়েছেন। বিশ্বকাপের মাঝেই ইনজুরিতে পড়েছেন দানিলো। মাঝমাঠের ক্যাসেমিরোকে তিতে এ ম্যাচে পাচ্ছেন না কার্ড সমস্যার কারণে। তার জায়গায় ব্রাজিল কোচ মাঠে নামাবেন ফার্নান্দিনহোকে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের বিরুদ্ধে মার্সেলোকে আরও বেশি দায়িত্ব নিয়েই খেলতে হবে। রিয়াল মাদ্রিদের এ ডিফেন্ডার সেটা পারবেন, সে আস্থা তিতের আছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে