ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

রাশিয়ান গোলরক্ষকের নামে রাখা হল ঈগলের নাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ১৭:১৯:১৫
রাশিয়ান গোলরক্ষকের নামে রাখা হল ঈগলের নাম

তাই আকিনফিভের সম্মানে রাশিয়ার রাজধানী শহর মস্কোর একটি চিড়িয়াখানায় সদ্যজাত এক ঈগলের নাম রাখা হয়েছে ‘ইগোর আকিনফিভ’। মূলত ঈগলের মতো ক্ষিপ্র গোলকিপিং করে দলকে শেষ আটে তোলায় আকিনফিভের নামেই রাখা হয়েছে পূর্ব ইউরোপ-মঙ্গোলিয়ার বিশেষ প্রজাতির এই ঈগলের নাম।

চিড়িয়াখানার নির্বাহী পরিচালক ভেতলানা আকুলভ বলেন, ‘আমাদের ফুটবল দলের অর্জনের আমরা গর্বিত। স্পেনের বিপক্ষে জয়ে পুরো দেশ একসাথে উল্লাস করেছে, কোটি হৃদয় আনন্দে মেতেছে।’

ফুটবল দলের এমন সাফল্যে নিজেদের যুক্ত করতেই আকিনফিভের নামে ঈগলের নাম রাখার সিদ্ধান্ত হয় বলেই জানান আকুলভ। তিনি বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে এমন সাফল্যে নিজেদের যুক্ত করার লোভ সামলাতে পারেনি মস্কো চিড়িয়াখানা। তাই আমাদের গোলরক্ষক আকিনফিভের সম্মানে এক মাস আগে জন্ম নেয়া বিশেষ প্রজাতির ঈগলের নাম আমরা ইগোর আকিনফিভ রেখেছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে