ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ব্রাজিলের রক্ষণ ভাঙার চ্যালেঞ্জ নিতে চান লুকাকু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ১৭:১২:১৩
ব্রাজিলের রক্ষণ ভাঙার চ্যালেঞ্জ নিতে চান লুকাকু

গ্রুপ পর্বের তিন ম্যাচ ও শেষ ষোলোর ম্যাচ মিলে ব্রাজিল গোল করেছে সাতটি। হজম করেছে মাত্র একটি। নেইমারদের বিপক্ষে মাঠে নামার আগে লুকাকু বলছেন, চতুরতার সঙ্গে ব্রাজিলের আক্রমণ রুখতে হবে। আর ব্রাজিল ডিফেন্সকে পরীক্ষায় ফেলবার ক্ষমতা তাদের রয়েছে বলে মনে করেন তিনি। লুকাকু বলেন, ‘আমি মনে করি আক্রমণভাগে তারা অনেক শক্তিশালী। তাদের এমন খেলোয়াড় আছে যারা পার্থক্য গড়ে দিতে পারে। তাদের বক্স টু বক্স এমন খেলোয়াড় আছে যারা ভয়ঙ্কর।’

আর রক্ষণ? যে জায়গা দিয়ে আক্রমণ হানার কাজটা করতে হবে লুকাকুর মতো ফরোয়ার্ড লাইনের খেলোয়াড়দের? লুকাকু এখানে বেশ দৃঢ় প্রত্যয়ী, ‘ডিফেন্সে, আমি মনে করি তাদের পরাস্ত করা যেতে পারে। তবে এটা ঠিক, আপনি সবসময় একই পদ্ধতিতে আক্রমণে যাবেন না।’

ব্রাজিল রক্ষণ ভাঙতে সব কৌশল অনুশীলনে আয়ত্ব করার মহড়া ভালোভাবেই সেরেছে বেলজিয়াম। ‘চার জনের (বেলজিয়ামের ফরোয়ার্ড লাইন) তিন জই খুব অভিজ্ঞ। তাই আপনি জানবেন, কিভাবে আক্রমণ করতে হবে। আমরা প্রস্তুতি নিয়েছি তার জন্য এবং আমরা তার জন্য ভালোভাবেই তৈরি’ যোগ করেন এই তারকা স্ট্রাইকার।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় ব্রাজিলের মুখোমুখি হবে বেলজিয়াম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে