ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

বেলজিয়ামের বিপক্ষে ফিরছেন মার্সেলো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ১৫:২০:৫৪
বেলজিয়ামের বিপক্ষে ফিরছেন মার্সেলো

গ্রুপ পর্বে ব্রাজিল নিজেদের শেষ ম্যাচটি খেলে সার্বিয়ার বিপক্ষে। ম্যাচ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় মার্সেলোকে। তার চোখে ছিল তখন পানি। অবশ্য চোট পেয়েছিলেন মার্সেলো পিঠে। ব্যাথা না সাড়ায় খেলতে পারেননি মেক্সিকোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। তার পরিবর্তে খেলেছিলেন ফিলিপে লুইস।

মার্সেলোর পরিবর্তে সুযোগ পেয়ে লুইস অবশ্য দারুণ খেলেছিলেন। মার্সেলোর তাই প্রথম একাদশে ফেরা নিয়ে অন্য আরেকটা শঙ্কাও ছিল। তবে তিতের পছন্দ মার্সেলোই। ব্রাজিলিয়ান বস জানান, ‘আমি মার্সেলো ও লুইসের সাথে কথা বলেছি। ঐ ম্যাচগুলোতে লুইস খুব ভালো খেলেছে। কিন্তু মার্সেলো ফিরে আসছে।’

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল। এম্যাচে জয়ী দল সেমি ফাইনালে খেলব উরুগুয়ে ও ফ্রান্সের মধ্যকার জয়ী দলের বিপক্ষে। শুক্রবার রাত ৮টায় মুখোমুখি হবে উরুগুয়ে ও ফ্রান্স।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে