ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ফিফার কাছে কলম্বিয়ার রিভিউ আবেদনে ২৭০০০০ স্বাক্ষর!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ১৫:১০:২৫
ফিফার কাছে কলম্বিয়ার রিভিউ আবেদনে ২৭০০০০ স্বাক্ষর!

রিভিউ আবেদনে টার্গেট ৩ লাখ স্বাক্ষর সংগ্রহ করা। ধারণা করা হচ্ছে, শিগগিরই লক্ষ্য মাত্রা ছুঁয়ে ফেলবে। মঙ্গলবার ইংল্যান্ড-কলম্বিয়ার ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ১-১ সমতা থেকে শেষ হয়। পরে অীতরিক্ত ৩০ মিনিটের খেলাতেও তাই। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকার নামের ভাগ্য-পরীক্ষায়। তাতে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইংল্যান্ড। কলম্বিয়াকে ধরতে হয়েছে বাড়ির পথ।

কিন্তু মস্কোর স্পার্তাক স্টেডিয়ামের এই হার মানতে পারছেন না কলম্বিয়ানরা। তাদের স্পষ্ট অভিযোগ, ইংল্যান্ড খেলে জিতেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রেফারি গেইগের মার্ক নির্লজ্জ্ব পক্ষপাতিত্ব করে ইংল্যান্ডকে জিতিয়ে দিয়েছেন! যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার রাজনৈতিক বৈরিতা দীর্ঘদিনের। অন্যদিকে ইংল্যান্ড মার্কিনিদের অন্যতম মিত্র রাষ্ট্র। ফ্যালকাওদের তাই অভিযোগ, রেফারি মার্ক তাদের মিত্র দেশকে জেতানোর মিশন নিয়েই নেমেছিলেন মাঠে। এবং বিতর্কিত সব সিদ্ধান্তের মাধ্যমে মনের আশা পূরণও করেছেন তিনি!

রেফারির অনেক অনেক সিদ্ধান্তই ইংল্যান্ডের পক্ষে গেছে বলে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে দাবি করেন কলম্বিয়ার অধিনায়ক ফ্যালকাও। তবে সব সিদ্ধান্তের বিরুদ্ধে নয়, কলম্বিয়ানরা রিভিউ আবেদন করেছেন দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিরুদ্ধে। একটি হলো ম্যাচে ইংল্যান্ডের পাওয়া একমাত্র পেনাল্টি। এবং দ্বিতীয়টি হলো কলম্বিয়ান মিডফিল্ডার কার্লোস বাকার গোল বাতিল।

ম্যাচে বাকার একটা গোল বাতিল হয়। এবং ৫৭ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। সেই পেনাল্টি থেকেই গোল করে ইংল্রান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। পরে যোগ করা সময়ে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান ইয়ারি মিনা। ফ্যালকাও স্পষ্ট দাবি করেন, তাদের বাতিল করা গোলটা ছিল পরিস্কার গোল। অন্যদিকে রেফারি যে ঘটনায় ইংল্যান্ডকে পেনাল্টি দিয়েছেন, তাতে প্রথম ফাউল করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনই। কিন্তু রেফারি তখন ফাউলের বাঁশি বাজাননি। পরে হ্যারি কেনকে যখন ফেলে দেওয়া হয়েছে, বাঁশি বাজিয়েছেন তখন। দিয়েছেন পেনাল্টি।

এই দুটি সিদ্ধান্তের বিরুদ্ধেই রিভিউ করেছে কলম্বিয়া। কিন্তু তাদের এই রিভিউ শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না বলেই মনে হচ্ছে। কারণ, আগামীকালই যে সুইডেনের বিপক্ষে ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই ম্যাচের আগে ফিফা কোনো সিদ্ধান্ত দিতে পারবে বলে মনে হয় না। আর ফিফা যে রিভিউ আবেদনে সারা দেবেন, সেই সম্ভাবনাও ক্ষীণ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে