ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

নেইমারের ব্রাজিলের সামনে দুরন্ত বেলজিয়াম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ১৫:১৭:৪০
নেইমারের ব্রাজিলের সামনে দুরন্ত বেলজিয়াম

বিশ্বকাপের চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন বলা যায় ব্রাজিলকে। পাঁচ-পাঁচ বার সোনা রঙা ট্রফিটা হাতে নিয়েছে দলটি। ইতিহাসে সবচেয়ে বেশি। রাশিয়ায় আসা তাদের হেক্সা জয়ের মিশন নিয়ে। উল্টো প্রান্তে বেলজিয়ামের এই ঐতিহ্য নেই। বড় টুর্নামেন্টে ঠিক বড় দলের তকমা তারা গায়ে চড়াতে পরেনি কোনোকালে। কিন্তু এবারের আসরে শুরু থেকেই তারা সমীহ কেড়ে নিয়েছে। আর সোনালী প্রজন্মের দুর্দান্ত সব ফুটবলারে ভর করে এখন তো বিশ্বকাপ জয়েরও স্বপ্ন দেখছে। ইডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন, রোমেরো লুকাকুর মতো দর্শক মন হরনকারী সব তারকায় ভরা দলটি।

কিন্তু এই তারকারাজিতে ব্রাজিলই বা পিছিয়ে কোথায়। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দলের পথ চলা থেমে গেছে শেষ ষোলোতেই। রাশিয়া বিশ্বকাপে এখন সবচেয়ে বড় তরকা যিনি তিনি নেইমার, ব্রাজিল দলের প্রাণ ভোমরা। ফিলিপে কুতিনহো, পৌলিনহো, গ্যাব্রিয়েল জেসুস, ডগলাস কস্তা, ফিলিপে লুইসদের মতো একঝাক তরকায় ভরা তো ব্রাজিলও।

তবে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরুর পর তারায় ভরা ব্রাজিলকে নিয়েও কিছুটা শঙ্কা দেখা দেয়। পরে তারা কোস্টারিকাকে ২-০ ও সার্বিয়াকে একই ব্যবধানে উড়িয়ে দেয়। ব্রাজিল ভক্তদের স্বপ্ন তাড়িত করছে আসলে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি। নেইমার যে চেনা ছন্দে ছিলেন।

তবে বেলজিয়ামকে এই জায়গাটায় পিছিয়ে রাখা যায় কিভাবে? এবারের বিশ্বকাপে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটা তো তারাই উপহার দিয়েছে শেষ ষোলোর ম্যাচে। জাপানের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়ার পরও জয় ছিনিয়ে নিয়েছে ৩-২ গোলে। দুর্দান্ত সব প্রত্যাবর্তনের ম্যাচের সংক্ষিপ্ত তালিকা করা হলে যে ম্যাচটা থাকবে উপরের দিকে। নিজেদের শেষ ম্যাচটা দুই দলের জন্যই তাই এদিন হবে প্রেরণার।

বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে একবারই যেখানে জয় ব্রাজিলের। এম্যাচের আগে ব্রাজিলের অবশ্য একটা খারাপ খবর সঙ্গী হয়েছ। সুইসদের বিপক্ষে ম্যাচের পর চোট পাওয়া দানিলোর বিশ্বকাপ শেষ হয়ে গেছে। যিনি পরের তিনটি ম্যাচ থেকে ছিলেন দর্শক হয়ে। তবে চোটের কারণে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ মিস করা মার্সেলো ফিরছেন বলে নিশ্চিত করেছেন কোচ তিতে।

বেলজিয়াম বাঁধা জয় করার আগে প্রতিপক্ষকে ব্রাজিল কোচ কিন্তু যথেষ্ট সমীহই শুধু করছেন তা না। মর্যাদার চোখে দেখছেন। তিতে তাই বলেন, ‘এটা দারুণ একটা ম্যাচ হবে। দুটি দলই সুন্দর ফুটবল মেলে ধরছে। বেলজিয়াম দলে দারুণ খেলোয়াড় আছে এবং দারুণ একজন কোচও আছেন। আমি সবসময় তাদের শিরোপা জয়ের ফেভারিটদের দলে রেখেছি। এবং এখনও রাখছি।’

ওদিকে দুর্দান্ত খেলে চলা লুকাকু জানিয়েছেন ব্রাজিল ম্যাচকে বড় পরীক্ষা হিসেবে নিচ্ছেন তারা। সেই পরীক্ষায় জিতলে অবশ্য সেটি দারুণ এক গল্পই হবে। কাজানের দিকে চোখ তাই এখন পুরো পৃথিবীর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে