ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ইনিংস পরাজয়ের সামনে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ১৫:০৮:৩৪
ইনিংস পরাজয়ের সামনে বাংলাদেশ

প্রথম ইনিংসে ৩৬৩ রানে পিছিয়ে থাকা সাকিবরা দ্বিতীয় দিনের শেষ বেলায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬২ রান তুলতে হারিয়েছে ৬ উইকেট। ক্যারিবীয়দের চাইতে তারা এখনও ৩০১ রানে পিছিয়ে। হাতে উইকেট মাত্র ৪টি।

শেষ বিকেলের খেলায় স্টুয়ার্ট ল’ শিষ্যদের প্রথম শিকারে পরিণত হয়েছিলেন তামিম ইকবাল। ১৫ বলে ১৩ রানের ইনিংস খেলে শ্যানন গ্যা‌ব্রি‌য়ে‌লের বলে শেই হোপের হাতে স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন এই টাইগার ওপেনার।

তাকে ফেরানোর ঠিক ২ বল পরেই শূণ্য রানে মুমিনুল হককে বোল্ড করেন পেসার শ্যানন।

তৃতীয় উইকেটের শিকারি অবশ্য অধিনায়ক জ্যাসন হোল্ডার। ব্যক্তিগত ২ রানে ব্র্যাথওয়েটের ক্যাচ বানিয়ে লিটন দাসকে ক্রিজ ছাড়া করেছেন।

আর ব্যক্তিগত ৮ রানে মুশফিকুর রহিমের স্ট্যাম্পে চিড় ধরিয়ে নিজের তৃতীয় ও বাংলাদেশের ৪র্থ উইকেটটি থলিতে পুড়েছেন শ্যানন।

টাইগার দলপতি সাকিব আল হাসানকেও তিনিই প্যাভিলনের পথ দেখিয়েছেন। ব্যক্তিগত ১২ রানে প্রথম স্লিপে থাকা জ্যাসন হোল্ডারের হাতে তুলে দিয়েছেন।

ষষ্ট উইকেটের পতন হয়েছে দলীয় ৫০ রানে। জ্যাসন হোল্ডারের বাউন্সার মেহেদি হাসান মিরাজের (২) ব্যাট ছুয়ে আশ্রয় নেয় উইকেটরক্ষক ডরভিচের গ্লাভসে।

দিনশেষে ১৫ রানে মাহমুদউল্লাহ ও ৭ রানে অপজিত আছেন নুরুল হাসান সোহান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে