ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

কোয়ার্টার ফাইনালে রাতে মুখোমুখি উরুগুয়ে-ফ্রান্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ১৫:০৭:৪৯
কোয়ার্টার ফাইনালে রাতে মুখোমুখি উরুগুয়ে-ফ্রান্স

লিওনেল মেসিদের স্বপ্নভঙ্গ করে আর্জেন্টিনাকে হারিয়ে দাপটের সঙ্গে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ যাত্রা থামিয়ে দিয়ে ২০১০ সালের পর আবারো শীর্ষ আটের টিকিট পায় উরুগুয়ে।

এর আগে দু’দলের গ্রুপ পর্বের পথটাও ছিল মসৃণ। তবে যতই দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে আসরে টিকে থাকার লড়াই। এবার তেমনই এক লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান ও লাতিন আমেরিকা অঞ্চলের এই দুই প্রতিনিধি।

নিঝনি নভোগোরদ স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত দু’দলের দেখা হয়েছে মাত্র ৩ বার। যার মধ্যে একবার জিতেছে উরুগুয়ে। তাও ১৯৬৬-র বিশ্বকাপে। এরপর ২০০২ ও ২০১০ বিশ্বকাপে আরও দু’বার মুখোমুখি হয় দু’দল। আর দু’বারই হয়েছে গোলশূন্য ড্র। এ ম্যাচে মাঠে নামার আগে লাতিন আমেরিকা অঞ্চলের দেশটির বিপক্ষে বিশ্বকাপের ৮ ম্যাচে অপরাজিত ফরাসিরা। অন্যদিকে, বিশ্বকাপের টানা ৫ ম্যাচে জয় তুলে পিছিয়ে নেই উরুগুইয়ানরাও।

পরিসংখ্যান যাই হোক গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে দলের তারকা ফুটবলার এডিনসন কাভানির ইনজুরি কিছুটা হলেও ভোগাবে উরুগুয়েকে। তাই লেস ব্লুর মত পরাশক্তিকে বধ করতে অনেক হিসেব নিকেশ করেই দল সাজাতে হবে কোচ অস্কার তাবারেজকে। এজন্য তিনি বেছে নিয়েছেন ৪-৩-২-১ ফরমেশন। যেখানে রক্ষণভাগে গোডিন, গিমেনেজদের পাশাপাশি মাঝমাঠে দায়িত্ব পালন করবেন তোরেইরা, নান্দেজরা। আর কাভানির পরিবর্তে সুয়ারেজের পাশে দেখা যেতে পারে স্টুয়ানিকে।

অন্যদিকে, দিদিয়ের দেশমের এ ম্যাচের জন্য পছন্দের ফরমেশন হতে পারে ৪-২-৩-১। যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করতে হবে এমবাপ্পে, জিরুড, গ্রিজম্যানদের। সেই সাথে মাঝমাঠে পগবা, কন্তেদের জ্বলে উঠতে হবে পুরোপুরি। আর রক্ষণভাগে গুরুদায়িত্বটা ঢাল হয়ে দাঁড়াতে হবে ভারানে, উমতিতি, হার্নান্দেজদের।

লড়াই হবে লাতিন আমেরিকা ও ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তির। তাই ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনাল নয়, দর্শকদের নিয়ে যাবে রোমাঞ্চের রাজ্যে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে