ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ফরাসিদের সুখবর দিলেন কাভানি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ১১:৫০:৫৮
ফরাসিদের সুখবর দিলেন কাভানি

এ গ্রুপ থেকে টানা তিন জয় নিয়ে দলটির গ্রুপ সেরা হওয়ার নেপথ্য ছিলেন এই দুই ফরোয়ার্ড। অথচ কোয়ার্টার ফাইনালে কাভানিকে সঙ্গী হিসেবে পাচ্ছেন না সুয়ারেজ। সাথে উরুগুয়েও। ফলে নিজনি নবগরড স্টেডিয়ামের এই ম্যাচে শিরোপার প্রত্যাশী ফ্রান্সের বিপক্ষে দুর্বল হয়ে গেল অস্কার তাবারেজের অ্যাটাকিং লাইন।

বিকল্প হিসেবে স্প্যানিশ লিগের দল জেরেনাতে খেলা ক্রিস্টিয়ান স্টুয়ানিই এখন ভরসা ২০১০ এর সেমি ফাইনালিস্টদের। অবশ্য কাভানি না থাকলেও এই দক্ষিণ আামেরিকান দল আজ ভাঙ্গতে পারবে ফরাসি ডিফেন্স লাইন এমন আশাবাদ দলের সংশ্লিষ্টদের।

পর্তুগালের বিপক্ষে ইনজরুড় কাভানি মাঠ ত্যাগের পর মাঠে নেমেছিলেন স্টুয়ানি। ততক্ষণে কাজ যা করে দিয়ে গিয়েছিলেন কাভানি। যা বিদায় পর্বের জন্য যথেষ্ট ছিল ক্রিষ্টিয়ানো রোনালদোর পর্তুগালের। উরুগুয়ের অনুশীলনে দেখা যায়নি কাভানিকে। এটাই কাভানির না খেলার বিষয়ে সন্দেহের জন্ম দিচ্ছে। তার বাম পায়ে চোট।

কাভানির এই ইনজুরি সুখের বার্তা বয়ে এনেছে ফরাসি শিবিরে। কাভানি না থাকায় তাদের রক্ষনভাগও কিছুটা টেনশন মুক্ত। ফ্রান্সের ডিফেন্ডার আদিল রামির মতে, ‘এক দলের দূর্ভাগ্য সুসংবাদ বয়ে আনে অন্য দলের জন্য। যেমনটা কাভানির উরুগুয়ে এবং আমাদের ফ্রান্সের ক্ষেত্রে। সে আহত এটা আমাদের জন্য তো খারাপ খবর নয়।’ অলিম্পিক মার্শেই এর এই ফুটবলার অবশ্য এখনো মনে করেন মাঠে দেখা যাবে কাভানিকে।

পিএসজিতে কাভানির টিমমটে ব্লেইসি মাতুডি। কাভানিকে নিয়ে তার মন্তব্য, এই উরুগুয়ান একজন ম্যাচ উইনার। সে যতক্ষণ মাঠে থাকে গোল পাওয়ার চেষ্টা চালায়।

রাশিয়া বিশ্বকাপে তিন গোল করেছেন কাভানি। পর্তুগালের আগে তার গোল ছিল স্বাগতিকদের বিপক্ষে। জাতীয় দলের হয়ে তার গোল ১০৫ ম্যাচ ৪৫টি। ২০১০ বিশ্বকাপে তার গোল ছিল জার্মানির বিপক্ষে। যদিও সে ম্যাচে ৩-২ গোলে হার তাদের। প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। এ পর্যন্ত করেছেন ১৫৭ গোল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে