ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

দুই ইনিংস মিলে ৯৩ রান করতে ১৬ উইকেট হারাল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ১১:০৩:১৫
দুই ইনিংস মিলে ৯৩ রান করতে ১৬ উইকেট হারাল বাংলাদেশ

এর আগে ৪০৬ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দ্বিতীয় দিনের দ্বিতীয় ইনিংসে খেলা শুরু করে বাংলাদেশ। আর ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের মতো যাওয়া অাসার মিছিলে যোগ দেয় তামিম-লিটন মুমিনুল সাকিব মাহমুদুল্লাহ। দলীয় ১৪ রানের মাথায় ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল। তার একবল পরে পথ ধরেন মমিনুল হক।

দুই রান বাদে প্যাভিলিয়নে ফিরে যান লিটন কুমার। দলীয় ৩৬ রানের মাথায় মুশফিক আউট হন ৮ রান করে। এরপরে দলীয় ৪৩ রানের মাথায় সাকিব সাজঘরে ফেরেন ১২ রান করে। দলীয় ৫০ রানের মাথায় নিজের পথ ধরে মেহেদী হাসান। দলীয় ৬০ রানের মাথায় নো বলে কারনে জীবন ফিরে পান মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যাচ আউট হলো নো বলে কারনে নট আউট থেকে যান তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গ্যাব্রিয়েল চারটি এবং হোল্ডার একটি উইকেট লাভ করেন।

অাজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দারুন শুরু করে গতকল অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান ব্র্যাথওয়েট এবং বিশু। ২০১ থেকে ২৪৬ রানে নিয়ে কামরুল ইসলামের বলে বোল্ড হন বিশু।

লাঞ্চ বিরতি থেকে সেঞ্চুরি করা ব্র্যাথওয়েটকে অাউট করেন সাকিব। ১২১ রানেই শেষ পর্যন্ত থামে ব্র্যাথওয়েটের ইনিংস। এরপরে পরপর দুই উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান। রস্টন চেজকে ২ রানে এবং শেন ডোভরিচকে ৪ রানে অাউট করেন সাকিব।

ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ছোট একটি পার্টনারশিপ গড়ে তোলেন শাই হোপকে নিয়ে। তাদের পার্টনারশিপ ভাঙেন মেহেদী হাসান। অধিনায়ক জেসন হোল্ডার ৩৩ রানে আউট করেন মেহেদী হাসান।

তবে বোলার কেমার রোচকে নিয়ে ৫৬ রানের পার্টনারশিপ গড়েন শাই হোপস। কেমার রোচকে ৩৩ রানে আউট করে আমাদের সেই পার্টনারশিপ ভাঙ্গেন মেহেদী হাসান। এরপর বিপদজনক শাই হোপসকে ৬৭ রানে আউট করেন আবু জাহেদ। ৪০৬ রানে শেষ উইকেট তুলে নেন আবু জাহেদ রাহি।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে কেমার রোচের বোলিং তোপে পড়ে বাংলাদেশ দল। ১৮ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আর ৫ উইকেট তুলে নেন কেমার রোচ।

শুরুতেই তামিম ইকবাল এবং মমিনুল হকের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। দলীয় ১০ রানের মাথায় মাত্র ৪ রান করে কেমার রোচের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তামিম। দলীয় ১৬ রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন মমিনুল হক।

২ রান পরেই এলবির শিকার হয়ে অাউট হন মুসফিকুর রহিম। একবার পড়েই সাকিব আল হাসান এবং তার পরের বলেই প্যাভিলিয়নে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। এই তিন ব্যাটসম্যানই অাউট হন ০ রানে। কিছুটা একাই প্রতিরোধ গড়ে তোলেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার। কিন্তু দলীয় ৩৪ রানের মাথায় ২৪ রানে এবং তার ২ বল পরেই ৪ রান করে আউট হন নুরুল হাসান।

অ্যান্টিগার ভিভ রিচার্ডস আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসে নিজেদের দলীয় সর্বনিম্ন রানে অলঅাউট হয় বাংলাদেশ দল। টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম দিনে ২ উইকেটে ২০১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জয়দে, কামরুল ইসলাম

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শেন ডোভরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে