ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

একই সিনেমায় তারা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ১০:৪৩:৩১
একই সিনেমায় তারা

আনন্দবাজার পত্রিকা জানায়, ছবিটি দেখার জন্য টিকিট কেটে প্রেক্ষাগৃহে যাওয়ার দরকারও নেই দর্শকের। বাড়িতে বসেই তিন নায়কের কীর্তিকলাপ টিভিতে দেখতে পাবেন।

‘বাঘ’, ‘বন্দি’ ও ‘খেলা’— এই তিনটে নিয়ে গাঁথা হয়েছে একটা ছবি। প্রথম ছবি রাজা চন্দ পরিচালিত ‘বাঘ’। এখানে অভিনয় করছেন জিৎ ও সায়ন্তিকা।

ছবি সম্পর্কে রাজা বললেন, ‘‘ছবি পরিচালনা করছি এবং জিতের সঙ্গে কথা হয়ে গিয়েছে। কিন্তু এখনও চিত্রনাট্য বা অন্যান্য কলাকুশলীর সঙ্গে কোনও কথা হয়নি।’’

শোনা যাচ্ছে, ‘বাঘ’-এর গল্প শেষ হচ্ছে এক অনুষ্ঠানে। সেখান থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ছবি ‘বন্দি’র গল্প। পরিচালনা সুজিত মণ্ডলের।

‘‘তিনটে ছবি নিয়ে একটা ছবি হলেও প্রত্যেকটার গল্প ও তারকা আলাদা। এই ধরনের কাজ আমি আগে করিনি। নিঃসন্দেহে নতুন কাজ,’’ বললেন ‘বন্দি’র নায়ক সোহম। তার বিপরীতে আছেন শ্রাবন্তী। সোহম ও শ্রাবন্তী বিয়ে বাড়িতে ছবি তুলতে গিয়ে তুলে ফেলে এমন কিছু ছবি যা তাদের বিপদে ফেলে। পরিস্থিতি থেকে পালাতে তারা কলকাতা থেকে চলে যায় বারাণসীতে।

‘বন্দি’ গল্পটি শেষ হচ্ছে কোর্ট রুমে। হরনাথ চক্রবর্তীর ‘খেলা’র প্রথম দৃশ্য শুরু হচ্ছে সেই কোর্ট রুম থেকে। ‘‘এই ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আছেন অঞ্জনা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, অয়ন ভট্টাচার্য, ঋত্বিকা সেন, রাজদীপ প্রমুখ,’’ বললেন পরিচালক।

কিন্তু এমন ছবি ছোটপর্দায় কেন? শোনা যাচ্ছে, ওই চ্যানেল নতুন ধরনের ছবি, নতুন শো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে