ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

'উরুগুইয়ান' গ্রিজমানকে সুয়ারেজের কঠোর জবাব!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৬ ১০:৪১:২৩
'উরুগুইয়ান' গ্রিজমানকে সুয়ারেজের কঠোর জবাব!

আতলেতিকো মাদ্রিদে উরুগুয়ের দুই তারকা হুয়ান মারিয়া ও দিয়েগো গোদিন হলেন গ্রিজমানের সবচেয়ে কাছের বন্ধু। আর গোদিন তো গ্রিজমানের মেয়ের 'গডফাদার'। এছাড়া উরুগুয়ের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়ার আরো অনেক কারণ আছে ২৭ বছরের গ্রিজমানের। উরুগুয়ের ড্রিংকসও নাকি প্রিয় গ্রিজমানের। স্পেনে ২০০৯ সালে তার ক্যারিয়ার শুরু হয়েছিল রিয়াল সোসিয়েদাদে, উরুগুয়ের কোচের শিষ্য হয়ে। ওখানে এবং পরে আতলেতিকোতে আরো উরুগুয়ের বন্ধু পেয়েছেন গ্রিজমান। তাদের সাথেই সময় কাটে বেশি। ফ্রেঞ্চ এই প্রতিভাবান খেলোয়াড় সমর্থকদের উরুগুইয়ান গানও শিখেছেন গোটা কয়েক। ভাষাটা স্প্যানিশ। অনেকে বলেন, গ্রিজমানের খেলায় উরুগুয়ের ছোঁয়াও আছে।

তো এরকম নানা আবেগ জড়ানো কারণে গ্রিজমান তার দেশের একটি সংবাদপত্রের কাছে বলেছেন, 'সত্যিকারের উরুগুয়ে ফ্যান? হ্যাঁ, অবশ্যই আমি তা। ওই দেশের অনেক বন্ধু আছে আমার। এমনকি দিয়েগো গোদিনকে বলে এদিনসন কাভানির জার্সি আনিয়েছি। ওটা এখন আমার কাছে! আরো বড় কথা, আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে কিন্তু উরুগুয়ের পতাকার ছবি।' গ্রিজমান বলছিলেন, 'রিয়াল সোসিয়েদাদে মার্তির লাসার্তে (তখনকার কোচ) উরুগুইয়ান ছিলেন। প্রথম দলে খেলার সময় ওখানে আরেকজন উরুগুইয়ান স্টা্রইকার ছিল। কার্লোস বুয়েনা। স্বাভাবিকভাবে আমরা কাছের মানুষ হয়ে গেছি। দুজনেই আক্রমণে খেলতাম। আমার যখন গাড়ি ছিল না তখন সেই আমাকে কাজে নিয়ে যেত এবং বাসায় দিয়ে যেত।' আতলেতিকোতে তিনি পেয়েছেন উরুগুয়ের ক্রিস্তিয়ান রদ্রিগেজ, গিমেনেজ, গোদিন ও ফিটসেন ট্রেনার অস্কার ওর্তেগা।

কিন্তু লাতিন আমেরিকার রক্ত শরীরে। সুয়ারেজ অন্য সময় হলে হয়তো গ্রিজমানের প্রশংসা করতেন। কিন্তু বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠার ঠিক আগে প্রতিপক্ষ সেরা স্ট্রাইকারের এসব কথা শুনে ভিন্ন প্রতিক্রিয়া দেখালেন। 'সে নিজেকে আধা উরুগুইয়ান দাবি করছে। কিন্তু সে তো আসলে ফ্রেঞ্চ।' উরুগুয়ের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় সুয়ারেজ শক্ত কণ্ঠেই বলেছেন, 'একজন উরুগুইয়ানের অনুভূতি কেমন হয় তা তো আর সে জানে না। সে জানে না এতো কম মানুষের দেশ হয়েও ফুটবলে সাফল্য পাওয়ার জন্য আমাদের নিবেদিতপ্রাণ ও চেষ্টার কথা।'

উরুগুয়ের জনসংখ্যা মাত্র ৩.৫ মিলিয়ন। আর ফ্রান্সের প্রায় ৬৭ মিলিয়ন। তবু উরুগুয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন। আর ফ্রান্স একবারের।

গ্রিজমানকে বলতে গিয়ে সুয়ারেজ আরো বলেছেন, 'তার অভ্যাস কিংবা কথার বলার ঢং মিলতে পারে...কিন্তু অনুভূতি না...আমরা ভিন্ন অনুভব নিয়ে চলি। জানি না তার মাথায় কি ঘুরছে। তবে এটা বিশ্বকাপ। মানসিকতাও ভিন্ন। আমাদের জন্য এটি স্পেশাল ম্যাচ। তার জন্যও তাই কি না তা আমার জানা নেই।' শেষ কথাটাতে সুয়ারেজের খোঁচা।

সূত্র : এপি, এলইকুইপ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে